ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মের দলবদল মানেই নাটকীয়তা আর চমক। এবার সেই চমকের কেন্দ্রে ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি গ্রীষ্মেই। এর মধ্যেই নিশ্চিত করেছেন, আর আনফিল্ডে থাকছেন না। ২৬ বছর বয়সী এই ফুটবলার এখন একেবারে ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার পথে। সেই সুযোগটাই নিতে চায় রিয়াল মাদ্রিদ।
আগামী ৩০ জুন ট্রেন্টের লিভারপুল ছাড়ার কথা। কিন্তু ক্লাব বিশ্বকাপ শুরু হবে তার ১৬ দিন আগেই, অর্থাৎ ১৪ জুন। ফলে এই ডিফেন্ডারকে বিশ্বকাপের আগেই দলে নিতে চায় রিয়াল। বিবিসি স্পোর্ট জানিয়েছে, ট্রেন্টকে সময়মতো দলে পেতে লিভারপুলের সঙ্গে যোগাযোগ করেছে রিয়াল মাদ্রিদ। চাইছে, নির্ধারিত সময়ের আগেই ট্রেন্টকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করতে।
বিজ্ঞাপন
জানা গেছে, এই ইংলিশ ডিফেন্ডারকে আগেভাগে দলে নিতে প্রায় ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা) পর্যন্ত খরচ করতেও প্রস্তুত রিয়াল। এ ছাড়া বিকল্প হিসেবেও ভাবছে তারা, ট্রেন্টের বাকি থাকা বেতন লিভারপুলকে দিয়ে দিয়ে তাকে আগেভাগে নিয়ে নেওয়া যায় কি না।
চুক্তি নিয়ে দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছে ইতিবাচক ও বন্ধুসুলভ পরিবেশে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, সব পক্ষই একটি সমাধানের দিকে এগোচ্ছে। এ বছর ক্লাব বিশ্বকাপ আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। সে জন্য ফিফা ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ একটি দলবদলের জানালা রেখেছে, যেন টুর্নামেন্টে অংশ নেওয়া ক্লাবগুলো নিজেদের স্কোয়াড ঠিকঠাক সাজিয়ে নিতে পারে।
আর্নল্ড লিভারপুলের একাডেমিরই খেলোয়াড়, যিনি ক্লাবের হয়ে বেশ কিছু বড় ট্রফি জিতেছেন। তবে এখন চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি চলে গেলে লিভারপুল কোনো ট্রান্সফার ফি পাবে না। ফলে রিয়ালের এই আগ্রহের সুযোগে অন্তত কিছু অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে লিভারপুলের জন্য।
সময় গড়াচ্ছে, আর ট্রেন্টের নতুন গন্তব্য নিয়ে উত্তেজনা বাড়ছে। মাদ্রিদের সাদা জার্সিতে কি তবে শিগগিরই দেখা যাবে তাকে? এখন উত্তরটা সময়ই বলবে।

