সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দৌড়ে রান নেওয়ার সময় ব্যাটারের ফোন পড়ে গেল মাঠে, হাসির রোল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

দৌড়ে রান নেওয়ার সময় ব্যাটারের ফোন পড়ে গেল মাঠে, হাসির রোল!

ক্রিকেট মাঠে এমন ঘটনা খুব কমই দেখা যায় যা একদিকে হাস্যকর, অন্যদিকে বিতর্কিত। এমনই অদ্ভুত কাণ্ড ঘটেছে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে, যা একসাথে দর্শক, ধারাভাষ্যকার আর সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের ভীষণভাবে চমকে দিয়েছে।

কান্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-এর ম্যাচে ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মধ্যে খেলায়, দৌড়ে রান নেওয়ার সময় হঠাৎ করেই ল্যাঙ্কাশায়ারের টেলএন্ড ব্যাটার টম বেইলির পকেট থেকে খেলার মাঝেই পড়ে যায় মোবাইল ফোন!


বিজ্ঞাপন


ওল্ড ট্রাফোর্ডে ১১৪তম ওভারে জশ শ’র একটি বল ডিফ্লেক্ট করে দুই রান নিতে গিয়ে ঘটে এই কাণ্ড। দশ নম্বরে ব্যাট করতে নামা বেইলি বোধহয় ভুলেই গিয়েছিলেন যে পকেটে মোবাইল ফোন রেখেই তিনি মাঠে নেমেছেন। আর দৌড়ানোর সময় সেই ফোনটি বেরিয়ে মাঠেই পড়ে যায়।

একজন ধারাভাষ্যকার বিস্মিত হয়ে বলেন, “ওর পকেট থেকে কিছু একটা পড়ে গেল। মনে হচ্ছে ওটা ওর মোবাইল ফোন!” হাসি চাপতে না পেরে সেই ধারাভাষ্যকার আবার প্রশ্ন তোলেন, এটা কি মাঠে মোবাইল রাখার অপরাধ হিসেবে গণ্য হবে?

“এটা যেমন মজার, আমরা যেভাবে হাসছি, তেমনি ভাবছি ব্যাপারটা রিপোর্ট হবে কিনা। কারণ একজন খেলোয়াড় মাঠে মোবাইল ফোন নিয়ে ছিলেন, এটা তো নিয়ম লঙ্ঘনের মতো”,  বলছিলেন তিনি।


বিজ্ঞাপন


পরবর্তীতে জানা যায়, গ্লস্টারশায়ারের আজিত সিং ডেল ফোনটি তুলে মাঠের বাইরে নিয়ে যান, তারপরই আবার খেলা শুরু হয়। তবে শুধু হাসির বিষয় নয়, এটি আসলে নিয়ম ভাঙার ঘটনা। কারণ আইসিসির মতো কান্টি চ্যাম্পিয়নশিপেও খেলার সময় মাঠে থাকা অবস্থায় খেলোয়াড়দের কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

খোদ খেলার নিয়মাবলীতেই (ধারা ৪১.৫) বলা আছে, “প্লেয়ার মুভমেন্ট ট্র্যাকিং টেকনোলজি বাদে, খেলার নির্ধারিত বা পুনঃনির্ধারিত সময়ে মাঠে থাকা অবস্থায় খেলোয়াড়দের কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগের ডিভাইস ব্যবহার বা বহন করা যাবে না।”

মাঠে ফোন নিয়ে নামা বেইলি যদিও পরে ব্যাট হাতে কিছুটা অবদান রেখেছেন, ৩১ বলে অপরাজিত ২২ রান করেছেন, যেখানে ছিল দুটি চারের মার। তবে তাঁর দল ল্যাঙ্কাশায়ার শেষ পর্যন্ত ৪৫০ রানে অলআউট হয়ে গেছে, গ্লস্টারশায়ারের বিশাল ৫৮৯ রানের জবাবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর