সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টি-টোয়েন্টি দলে শান্ত থাকলেও মিরাজ কেন নেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৯:৩১ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টি দলে শান্ত থাকলেও মিরাজ কেন নেই

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজের দল। আসন্ন দুই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিবি। লিটন দাসের অধিনায়কত্বে ঘোষিত দলে নাজমুল হাসান শান্ত থাকলেও নেই মেহেদী হাসান মিরাজ।

লিটন এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেনে কাজ করেছেন। এবার ভারমুক্ত করা হয়েছে তাঁকে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার কাঁধেই থাকবে নেতৃত্বের ভার। এদিকে আসন্ন দুই সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছেন সাবেক অধিনায়ক শান্ত।


বিজ্ঞাপন


শান্তকে রাখলেও দলে রাখা হয়নি মিরাজকে। গত বিপিএলেও নিয়মিত খেলা হয়নি শান্তর, অধিকাংশ ম্যাচেই বেঞ্চে ছিলেন তিনি। মূলত অভিজ্ঞতার কারণেই শান্তকে দলে রাখা হয়েছে বলে আজ জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি বলেন, ‘শান্ত আমাদের সাবেক অধিনায়ক ছিলেন। আপনি দলটার দিকে তাকিয়ে দেখুন। আপনার অভিজ্ঞতাও দরকার। ওপরে আমাদের সৌম্য আছেন। ৯০-এর কাছাকাছি ম্যাচ খেলেছেন। লিটন দাস আছেন। এরপর আপনি তাকান, তাহলে দেখবেন যে বিস্তর ফারাক হয়েছে। শান্তর ৫০ হয়নি। ৪০-এর আশেপাশে ম্যাচ। তাই কিছু অভিজ্ঞ খেলোয়াড় দলের সঙ্গে আপনার নিতে হবে।’

এদিকে মিরাজের দলে না থাকার প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ‘মিরাজ আমাদের জাতীয় দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সেটার প্রতিফলন হয়েছে। শুধু জাতীয় দলে না। এরই মধ্যে বিশ্বকাপে আপনারা দেখবেন যে একটু পিছিয়ে রেখেছিলাম মিরাজকে। একজন ক্রিকেটার যদি চোটে পড়ে যান, তিন সংস্করণের জন্যই তিনি পিছিয়ে পড়েন। এখানে যে পাঁচ বোলার থাকবে, সবাইকে চার ওভার করে বোলিং করতে হবে। সেক্ষেত্রে শেখ মেহেদী কিছুটা এগিয়ে আছেন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর