সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এমবাপের জোড়া গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

এমবাপের জোড়া গোলে রিয়ালের জয়

মৌসুম প্রায় শেষ হয়ে এলেও লা-লিগা জিতবে কোন দল তা এখনো নির্ধারিত হয়নি। গতকাল দারুণ এক জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। তবে এল ক্লাসিকোর আগে ঘুরে দাঁড়াল রিয়ালও। কিলিয়ান এমবাপের জোড়া গোলে সেল্তা ভিগোর বিপক্ষে ৩-২ গোলে জিতে লা লিগার পয়েন্ট টেবিলে ফের বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলল কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। কর্নার থেকে বল পেয়ে দারুণ বাঁকানো শটে গোলের দেখা পান তরুণ তারকা আরদা গুলার। বলটি হালকা ডিফ্লেকশনে গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়ায়। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। দ্রুত কাউন্টার অ্যাটাকে সেল্তার রক্ষণ ভেঙে ফেলে রিয়াল, এমবাপে জোরালো শটে বল জড়ান জালে।


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধে শুরুতেই ফের আলো ছড়ান এমবাপে। গুলারের নিখুঁত থ্রু পেয়ে বাম পায়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। এদিকে তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি সেল্তা ভিগো। ৬৯তম মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে না পারায় কাছ থেকে বল জালে পাঠান হাভি রদ্রিগেজ। ৭৬তম মিনিটে রিয়াল রক্ষণকে চমকে দেন সেল্তার কিংবদন্তি ইয়াগো আসপাস। দুর্দান্ত এক পাসে বদলি খেলোয়াড় উইলিওট সুয়েডবার্গকে ফাঁকা জায়গায় পৌঁছে দেন, যেখান থেকে সহজেই গোল করে ব্যবধান ৩-২ করেন তিনি।

এর দুই মিনিট পরই সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল সেল্তা। আবারও আসপাসের পাসে বল পেয়ে একা হয়ে যান পাবলো দুরান, শটও নেন, কিন্তু থিবো কোর্তোয়া প্রথমে কিছুটা বিপাকে পড়লেও শেষ পর্যন্ত গোল ঠেকাতে সক্ষম হন।

শেষ দিকে ম্যাচে বাড়ে উত্তেজনা। দুই দলেরই ছিল একাধিক সুযোগ, কিন্তু আর কেউ গোল করতে পারেনি। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।এই জয়ে পয়েন্ট টেবিলে বার্সার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল। আগামী রোববার এল ক্লাসিকোতে জয় পেলে ব্যবধান নেমে আসবে এক পয়েন্টে, তাও আবার মৌসুমের শেষ তিন ম্যাচ বাকি থাকতে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর