সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বোর্নমাউথের বিপক্ষে হারের ক্ষোভ পিএসজি ম্যাচে কাজে লাগাতে চায় আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

বোর্নমাউথের বিপক্ষে হারের ক্ষোভ পিএসজি ম্যাচে কাজে লাগাতে চায় আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্সেনাল যা চেয়েছিল, সেটা ছিল আত্মবিশ্বাস আর জয়ের ধারাবাহিকতা। কিন্তু তার বদলে মিকেল আর্তেতার দল পেল এক কঠিন ধাক্কা। ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে প্রথমবারের মতো হেরে বসেছে তারা।

শনিবার ২-১ গোলে হারের পর, আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিতে বড় বাধা তৈরি হয়েছে। প্রথম লেগে ১-০ গোলে হারের পর এখন আর্সেনালকে ফ্রান্সে গিয়ে সেই ব্যবধান পুষিয়ে দিতে হবে। এই পরাজয় সেই কাজকে আরও কঠিন করে তুলল।


বিজ্ঞাপন


ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল গানারদের। ডেক্লান রাইসের গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরে দুই গোল করে ম্যাচে পাল্টে দেয় বোর্নমাউথ। তবে কোচ আর্তেতা এখনো আশাবাদী। তার মতে, এই হারের ক্ষোভ, হতাশা আর রাগই হতে পারে দলের অনুপ্রেরণা।

তিনি বলেন, “এই হার আমাদের সেই কাঙ্ক্ষিত গতি এনে দেয়নি। বরং এনেছে রাগ, হতাশা, ক্ষোভ। আমাদের সেই সব আবেগকে কাজে লাগাতে হবে বুধবারের ম্যাচে। এটা আমাদের করতেই হবে।”

আর্সেনালের এই হারের ফলে এখন চ্যাম্পিয়নস লিগই তাদের মৌসুমের একমাত্র ভরসা। বুধবারের ম্যাচে তারা কীভাবে ঘুরে দাঁড়ায়, এখন সেটাই দেখার বিষয়। আপনার কী মনে হয়, এই ধাক্কার পরও কি পিএসজির বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে আর্সেনাল?

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর