নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও চার দিনের সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন ‘এ’ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
এই সিরিজে বাংলাদেশ ‘এ’ দলে জাতীয় দলের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারও জায়গা পেয়েছেন। স্কোয়াডে আছেন শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয় এবং শামীম হোসেন পাটোয়ারির মতো ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
সিলেটে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৫ মে। পরবর্তী দুটি ম্যাচ হবে ৭ ও ১০ মে। এরপর ১৪ থেকে ১৭ মে সিলেটেই অনুষ্ঠিত হবে প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে ঢাকায়, ২১ থেকে ২৪ মে।
বাংলাদেশ 'এ' দল (১ম ও দ্বিতীয় ওয়ানডে)- নুরুল হাসান সোহান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদ।

