জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইতালিয়ান এই কোচকে পাওয়ার জন্য ২৬ মে পর্যন্ত অপেক্ষা করতেও রাজি তারা। তবে আনচেলত্তির বর্তমান চুক্তি রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে, যা চলবে ২০২৬ সালের জুন পর্যন্ত।
এই অবস্থায় নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন আনচেলত্তি। আজ সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমার ভবিষ্যৎ নিয়ে ২৫ মে কথা বলব, তার আগে নয়।’
বিজ্ঞাপন
এ সময় তিনি স্পষ্ট করে দেন, ক্লাবের সঙ্গে কোনো বিরোধে যেতে চান না। ‘ক্লাবের সঙ্গে আমার কখনও ঝগড়া হবে না, ছয় বছরে কখনও ঝগড়া হয়নি, আশাকরি কখনও হবে না। শেষ দিনে নিজেকে ক্লাবের সঙ্গে ঝগড়া করতে দেব না, যা ২৫শে মে হতে পারে, সেটা ২০২৬ বা ২০৩০ হতে পারে। যখনই হোক, এটি একটি সুন্দর দিন হবে।’
রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে লা লিগার শিরোপা দৌড়ে টিকে আছে। বার্সেলোনার চেয়ে মাত্র চার পয়েন্ট পেছনে থাকা ক্লাবটির সামনে এখনও পাঁচটি ম্যাচ বাকি। ১১ মে রয়েছে মৌসুমের শেষ এল ক্লাসিকো।
এদিকে ব্রাজিল ছাড়া আনচেলত্তিকে পেতে চায় সৌদি আরবের একাধিক ক্লাবও। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন তাকে পেতে চাইলেও রিয়ালের সঙ্গে এক বছর চুক্তি বাকি থাকায় বড় অঙ্কের এক্সিট ফি দিতে নারাজ তারা। একইসঙ্গে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও ছাড় দিতে অনিচ্ছুক।
সবমিলিয়ে ২৫ মের পরই পরিষ্কার হবে আনচেলত্তির ভবিষ্যৎ গন্তব্য। রিয়ালেই থেকে যাবেন, না কি ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন এই অভিজ্ঞ কোচ।

