সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘জিম্বাবুয়েকে হারাতেও স্পিন উইকেট বানাতে হয়’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০১:৩৮ পিএম

শেয়ার করুন:

‘জিম্বাবুয়েকে হারাতেও স্পিন উইকেট বানাতে হয়’

চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় এনে নিয়ে সিরিজ ১-১ এ ড্র করলো বাংলাদেশ। তবে এই জয়ে যেমন দলের মুখরক্ষা হয়েছে, তেমনি কৌশলগত সিদ্ধান্ত নিয়ে উঠছে বড় প্রশ্ন। প্রথম টেস্টে পেসার নাহিদ রানা ছিলেন স্কোয়াডে, দ্বিতীয় টেস্টে তাকে সরিয়ে দলে নেওয়া হয় স্পিনার তানভির ইসলামকে। 

যা থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল দলের পরিকল্পনা, স্পিন-সহায়ক উইকেট বানিয়ে প্রতিপক্ষ জিম্বাবুয়েকে চাপে ফেলা। এই পরিকল্পনায় সফল হলেও সাবেক নির্বাচক হাবিবুল বাশার প্রশ্ন তুলেছেন, এমন সিদ্ধান্তে কি আদৌ ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন হচ্ছে?


বিজ্ঞাপন


তার মতে, ‘জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে এই ধরনের উইকেট বানানো মানে আবার পুরনো চিন্তায় ফিরে যাওয়া।’ তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছিলাম বিদেশি কন্ডিশনে টিকে থাকার মতো দল গড়তে। প্রথম ম্যাচে সেটা হয়নি বলেই যদি আবার স্পিন-নির্ভর পথ বেছে নেই, তাহলে সেটা ভবিষ্যতের জন্য ভালো বার্তা নয়।’

বাশার বলেন, ‘এই কৌশল যখন দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে নেয়া হয় তখন তা গ্রহণযোগ্য। কারণ সবারই হোম কন্ডিশনকে কাজে লাগানোর প্রবণতা থাকে। কিন্তু আমরা যখন বিদেশে ভালো করতে চাই, তখন এই মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি।’

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন অবশ্য একে শুধুই একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, 'চট্টগ্রামের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক, তার উপর আবহাওয়া গরম থাকায় পেসারদের জন্য তেমন সুবিধা ছিল না। তাই আমরা দুটি পেসার নিয়েই খেলেছি।’

তিনি আরও বলেন, ‘পিচ তেমন ঘুরেনি, তাইজুল ইসলাম উইকেট পেয়েছে মূলত ফ্লাইটে ব্যাটারদের পরাস্ত করে। আমাদের বোলাররা ধৈর্য ধরে বোলিং করেছে, তাই সাফল্য এসেছে। যদি কেউ মনে করে পিচ ঘুরেছে বলেই আমরা জিতেছি, সেটা ভুল হবে।’


বিজ্ঞাপন


সালাহউদ্দিন পেসারদের ওপর এখনও আশাবাদী, ‘আমরা এখনও আমাদের পেসারদের ওপর বিশ্বাস রাখছি। তবে সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে খেলার ফলে তাদের গতি কিছুটা কমে গেছে। সঠিক ট্রেনিং দিয়ে এটা আবার ফিরিয়ে আনা সম্ভব। একটি বা দুটি ম্যাচ দিয়ে দেশের ক্রিকেটের অগ্রগতি বা পশ্চাদপসরণ নির্ধারণ করা যায় না। আমাদের আরও অনেক বাধা পেরোতে হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর