সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইতালির জালে জার্মানির ৫ গোল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ০২:৪৬ এএম

শেয়ার করুন:

ইতালির জালে জার্মানির ৫ গোল 

চলতি আসরে এখনও জয়ের দেখা পায়নি জার্মানি। সব প্রতিযোগিতা মিলিয়ে ড্র করেছে নিজেদের শেষ চার ম্যাচে। সে ঝাল যেন ইতালিকে দিয়ে মিটিয়ে নিলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উয়েফা নেশন্স লিগ ফুটবলে নিজেদের লিগ-এ এর গ্রুপ-৩ এর ম্যাচে আজকের খেলায় ইতালিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। 

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। কদিন আগেই 'লা ফিনালিসিমা'য় আর্জেন্টিনার কাছে তিন গোল হজম। সব মিলিয়ে খারাপ সময় কাটছিল ইতালির। সেই সময়ে আরও বড় ধাক্কা হয়ে আসল জার্মানি। 


বিজ্ঞাপন


রবার্তো মানচিনির দলকে রীতিমত বিধ্বস্ত করেছে টমাস মুলাররা। ম্যাচের প্রথমার্ধেই ছিটকে যায় ইতালি। জশুয়া কিমিখ ও ইকাই গুন্দোগানের গোলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মানি। 

বিরতির পর যেন আরও জ্বলে উঠে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে টমাস মুলার জার্মানির হয়ে তৃতীয় গোল করেন। তারপর টিমো ওয়ার্নার করেছেন জোড়া গোল। ৫-০ গোলে পিছিয়ে থাকা ইউরো চ্যাম্পিয়নরা এগিয়ে যাচ্ছিল লজ্জার হারের দিকে। শেষ দিকে ইতালির হয়ে সান্ত্বনাসূচক দুটি গোল করেন বাস্তোনি ও গনোন্তোর। 

গত ৬৫ বছরের মধ্যে এই প্রথম কোনো ম্যাচে ৫ গোল হজম করল ইতালি। ১৯৫৭ সালে সর্বশেষ সাবেক যুগোশ্লোভিয়ার বিপক্ষে পাঁচ গোল হজম করেছিল মানচিনির শিষ্যরা। 

এসও/এমএএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর