সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এশিয়া সফরে আসছেন মেসিরা, খেলবেন আফ্রিকাতেও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৫, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

এশিয়া সফরে আসছেন মেসিরা, খেলবেন আফ্রিকাতেও

কাতারে চ্যাম্পিয়ন হওয়ার পর এখন বিশ্বকাপের পরবর্তী আসরের জন্য প্রস্তুত আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। সবশেষ ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ৫ ম্যাচ বাকি থাকতেই কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছেন লিওনেল মেসিরা।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বাকি আছে আর চার ম্যাচ। আসছে জুনে ফিফা উইন্ডোতে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।


বিজ্ঞাপন


তবে বাছাইয়ের খেলা শেষ হলে ২০২৬ বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনা জাতীয় দলের। তবে বিশ্বকাপের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে ম্যাচ খেলার বিকল্প নেই। এ কারণে প্রীতি ম্যাচ খেলার মধ্যেই থাকতে চায় আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও সে কারণে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। প্রীতি ম্যাচ খেলতে মেসিরা যাবেন এশিয়া ও আফ্রিকা সফরে। আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ওলে ও দেশটির খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক গাস্তুন এদুল এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আগামী অক্টোবরে ফিফা উইন্ডোতেই এশিয়া সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। চীনে দুইটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এরপর নভেম্বরে মেসিরা খেলবেন মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায়। সেখানে একটি ম্যাচ খেলার পর কাতারে যাবে দলটি। সেখানেও একটি ম্যাচ খেলবেন এমিলিয়ানো মার্তিনেজরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর