শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিবর্ণ মেসি-নেইমার জুটি, হারল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

বিবর্ণ মেসি-নেইমার জুটি, হারল পিএসজি

লিওনেল মেসি, মেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপে যদি কোন দলের আক্রমণভাগে একই সঙ্গে খেলেন সেই দলের হারার কারণ খুঁজে পাওয়া ভার। তবে আদতে গতকাল এমনটাই ঘটেছে লিগ ওয়ানের ম্যাচে। তারকাখচিত পিএসজিকে ঘরের মাঠে পেয়ে রীতিমত উড়িয়ে দিয়েছে এফসি নান্তেস। অপেক্ষাকৃত দূর্বল দল নান্তেসের বিপক্ষে ১-৩ গোলে হেরে মাঠ ছাড়ে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। 

লিগ ওয়ানে ১৫ ম্যাচ পর এটি প্রথম হার পিএসজির। সর্বশেষ রেনের বিপক্ষে তাদের মাঠে ২-০ গোলে হেরেছিল পচেত্তিনোর দল। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। হুয়ান বার্নেতের ফিনিশিং ব্যর্থতায় সে যাত্রায় গোলবঞ্চিত হয় প্যারিস।  


বিজ্ঞাপন


এক মিনিট বাদেই দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে নান্তেস সমর্থকদের উল্লাসে ভাসান কলো মুয়ানি। ১-০ গোলে এগিয়ে যায় নান্তেস। সিংহভাগ সময় বল পিএসজির দখলে থাকলেও দারুণ লো পজিশনিং কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে থাকে নান্তেস। ম্যাচের ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নান্তেস উইংব্যাক কুয়েন্টিন মার্লিন। 

লিগ ওয়ানে ১৫ ম্যাচ পর এটি প্রথম হার পিএসজির। সর্বশেষ রেনের বিপক্ষে তাদের মাঠে ২-০ গোলে হেরেছিল পচেত্তিনোর দল। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। হুয়ান বার্নেতের ফিনিশিং ব্যর্থতায় সে যাত্রায় গোলবঞ্চিত হয় প্যারিস।

পিএসজি ডি-বক্সের ভিতর বুকারির পাস খুঁজে নেয় নান্তেসকে। জোরালো শটে টপ কর্ণার দিয়ে কেইলর নাভাসকে পরাস্ত করেন মার্লিন। মেসি, নেইমার, এমবাপে, ভেরাট্টিরা একের পর এক আক্রমণ সাজালেও গোলের দেখা পাননি কেউই। মধ্যবিরতের ঠিক আগে আবারও এগিয়ে যায় নান্তেস। ডি বক্সের ভিতর জর্জিনিও ওয়াইনাল্ডামের হাতে বল লেগেছে ভেবে পেনাল্টি দিয়ে বসেন রেফারি।

এক মিনিট বাদেই দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে নান্তেস সমর্থকদের উল্লাসে ভাসান কলো মুয়ানি। ১-০ গোলে এগিয়ে যায় নান্তেস। সিংহভাগ সময় বল পিএসজির দখলে থাকলেও দারুণ লো পজিশনিং কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে থাকে নান্তেস। ম্যাচের ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নান্তেস উইংব্যাক কুয়েন্টিন মার্লিন। 

১০ নম্বর জার্সিধারী ব্লাসের জোরালো শট ঠেকাতে ব্যর্থ হন নাভাস। বিরতির পরপরই নেইমারের দারুণ নৈপুণ্যে এক গোল শোধ করে পিএসজি। বক্সের ভিতর মেসির পাস খুঁজে পায় ব্রাজিলিয়ান তারকাকে। নান্তেস ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়াতে ভুল করেননি নেইমার।

৫৯ মিনিটে ব্যবধান আরও কমানোর সুযোগ পায় পিএসজি। বক্সের ভিতর নান্তেস সেন্টার ব্যাক আপিয়াহ ট্যাকল করলে পড়ে যান এমবাপে। কিন্তু বিধিবাম, পেনাল্টি মিস করে বসেন নেইমার। এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউ।      

গতকালকের ম্যাচটি ছিল মেসির ক্লাব ক্যারিয়ারের ৮০০তম ম্যাচ। গোল করে উপলক্ষটা রাঙাতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। কালকের ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে পিএসজি। মেসিদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক মার্শেই। 

এআইএ     

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর