সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ইয়ামালের মত প্রতিভা ৫০ বছরে একবার আসে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৫, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

‘ইয়ামালের মত প্রতিভা ৫০ বছরে একবার আসে’

"নিজেকে মেসির সঙ্গে তুলনা করব না", এমন কথা বলেছিলেন বার্সেলোনার কিশোর ফরোয়ার্ড লামিন ইয়ামাল। এরপর তিনি মাঠে যা করলেন, তা হয়তো ১৭ বছর বয়সী মেসিও কল্পনা করতে পারেননি। ইতিহাসের সেরা এক চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনাল ম্যাচে ঝলসে উঠলেন এই তরুণ বিস্ময়। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে তাকে বলা হচ্ছে "প্রতিভার বিস্ফোরণ", "চিট কোড", "ফুটবল জিনিয়াস"। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ গোটা বিশ্ব।

ইন্টার মিলান ও বার্সেলোনার মধ্যকার সেমিফাইনালের প্রথম লেগে ম্যাচটা শেষ হয়েছে ৩-৩ গোলে। তবে ম্যাচের সেরা নির্বাচিত হন ইন্টার মিলানের ফুলব্যাক ডেনজেল ডুমফ্রিস, যিনি নিজে করেছেন দুটি গোল, আরেকটিতে রেখেছেন সরাসরি অবদান।


বিজ্ঞাপন


তবুও সব সংবাদমাধ্যমের শিরোনাম দখল করে নিয়েছেন বার্সার ১৭ বছর বয়সী ইয়ামাল। ক্লাবের হয়ে ১০০তম ম্যাচে খেলতে নেমে করলেন নিজের ২২তম গোল। এই বয়সে এমন কীর্তি! তুলনা তো চলেই আসে।

ম্যাচের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক চমকপ্রদ পরিসংখ্যান, ১৭ বছর বয়সে মেসির গোল ছিল ৯ ম্যাচে ১টি। রোনালদোর ছিল ১৮ বছর হওয়ার আগে ১৯ ম্যাচে ৫ গোল। সেখানে ইয়ামাল ১০০ ম্যাচে ২২ গোল করে রীতিমতো ইতিহাসই লিখে ফেলেছেন। বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে ইয়ামালের খেলা ছিল এককথায় অসাধারণ। ইন্টার যখন ২১ মিনিটেই ২-০ গোলে এগিয়ে গেছে, তখন তার নৈপুণ্যেই ফিরে আসে বার্সা।

ইউরোর পর চ্যাম্পিয়ন্স লিগেও বাজিমাত

এই কিশোর তারকা গত বছর ইউরো ২০২৪-এর সেমিফাইনালেও দুর্দান্ত গোল করেছিলেন। এবার চ্যাম্পিয়নস লিগের সেমিতে সেই ধারাই বজায় রাখলেন। তার বয়স এখনো ১৮ হয়নি, কিন্তু এর মধ্যেই তিনি উঠে এসেছেন বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে।


বিজ্ঞাপন


এমন পারফরম্যান্সের পর হয়তো ইয়ামাল নিজে মেসির সঙ্গে তুলনা না করলেও, ফুটবলবিশ্ব এখন তাতেই ব্যস্ত! ইয়ামালকে নিয়ে ম্যাচ শেষে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইন্টারের প্রধান কোচ সিমোনে ইনজাগিও। ম্যাচ শেষে তিনি বলেন, “লামিন এমন এক প্রতিভা, যে প্রতি ৫০ বছরেই একবার আসে। তাকে সামনে থেকে দেখে আমি সত্যিই মুগ্ধ।” ইয়ামাল কীভাবে ইন্টার রক্ষণভাগে ঝড় তুলেছিলেন, সেটিও তুলে ধরেন ইনজাগি, “আমরা ওকে আটকাতে দুজন খেলোয়াড় নিয়োজিত করেছিলাম, তাও কাজ হয়নি। আমাদের বড় সমস্যা তৈরি করেছিল ও।”

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও ইয়ামালের প্রতিভায় পুরোপুরি মুগ্ধ। তিনি বলেন, “ও আলাদা, ও একজন জিনিয়াস। বড় ম্যাচে ওর আলাদা একটা উপস্থিতি থাকে।” ফ্লিক যোগ করেন, “যদি সত্যিই এমন প্রতিভা ৫০ বছর পর পরই আসে, তবে আমি খুশি যে সেটা বার্সেলোনার জার্সিতে এসেছে।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর