পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসের সেরা রান সংগ্রাহক বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান। তবুও গত বছরের ১৩ ডিসেম্বরের পর আর এই ফরম্যাটে দেখা যায়নি জুটিকে। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজেও দলে ডাকা হয়নি দুজনকে। আসন্ন বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও এ দুই তারকাকেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলে ফেরানোর পরিকল্পনা আপাতত করছে না বলে জানাচ্ছে পাকিস্তানি গণমাধ্যম।
সবশেষ নিউজিল্যান্ড সফর থেকেই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট দলে ভিন্ন কৌশল অবলম্বন করছে। যেখানে গুরুত্ব পাচ্ছে তরুণ, আগ্রাসী ব্যাটাররা। ২০২৫ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়ার পরই শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ। তবে পিসিবি যেসব ক্রিকেটারকে বাংলাদেশ সিরিজের জন্য ভাবছে, সেখানে বাবর-রিজওয়ান নেই বলেই জানিয়েছে একাধিক সূত্র।
বিজ্ঞাপন
পাকিস্তানের টিম ম্যানেজম্যান্টের নতুন কৌশল এখনও প্রত্যাশিত সাফল্য না আনলেও, নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের পরও পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের কথা মাথায় রেখেই এগোচ্ছে। বাবর-রিজওয়ানদের জায়গায় যারা ভাবনায় আছেন, তাদের মধ্যে আছেন সাইম আয়ুব, ফখর জামান ও সাহিবজাদা ফারহান।
এছাড়া দলে জায়গা পেতে পারেন হুসাইন তালাত, হাসান আলী, ফাহিম আশরাফ এবং সম্ভাবনাময় পেসার আলি রাজা। এদিকে, পিসিবি আজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল মে মাসে পাকিস্তান সফরে যাবে।
মূলত এই সফরের জন্য ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রাখা হয়েছিল। কিন্তু আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই বোর্ডই একমত হয়েছে তিন ওয়ানডে বাদ দিয়ে টি-টোয়েন্টির সংখ্যা বাড়ানোর বিষয়ে।
সিরিজটি মাঠে গড়াবে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত, দুটি ভেন্যুতে, ফয়সালাবাদ ও লাহোর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। শুরুতে দুটি ম্যাচ হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে, যেখানে সদ্য শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ।
বিজ্ঞাপন
বাংলাদেশ দল পাকিস্তানে পৌঁছাবে ২১ মে এবং ২২ থেকে ২৪ মে পর্যন্ত ইকবাল স্টেডিয়ামেই প্রস্তুতি নেবে টাইগাররা।

