সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বোর্ডের ভেতরে চক্রান্ত, বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা ফারুকের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

বোর্ডের ভেতরে চক্রান্ত, বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা ফারুকের

গত বছরের আগস্টে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা প্রতিবন্ধকতা ও অভ্যন্তরীণ চাপের মুখে পড়তে হয়েছে তাকে। এসবের জবাব দিতেই আবারও বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।  

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারুক জানান, বোর্ডের ভেতরে একটি প্রভাবশালী মহল এখনও সক্রিয়ভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই আবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 


বিজ্ঞাপন


ফারুক আহমেদ বলেন, ‘অক্টোবরে আমি নির্বাচন করব। কোনো একটি কোয়ার্টারে যারা দুর্নীতি করেছে ক্রিকেট বোর্ডে, এখনও চেষ্টা করছে আমাকে দমিয়ে রাখার। তাদের জন্য সবচেয়ে সহজ কাজ ফারুক ভাইয়ের জন্য দুই চারটি কলাম লিখলে, দুইটা মিথ্যা কথা বলে বদনাম দিলে ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে।’

তিনি আরও বলেন, ‘শেষ এক দশকে যারা দুর্নীতি করেছে, সেই চক্র এখনো সক্রিয়। আমি যদি এখন পিছু হটতাম, তাহলে দেশের ক্রিকেটের কোনো লাভ হতো না। আমি লড়াই করেই থাকব।’  

বোর্ডে তার সময়কালে বেশ কিছু সমালোচনার মুখে পড়তে হয়েছে বিসিবিকে। বিশেষ করে বিপিএল আয়োজনের অব্যবস্থাপনা ও মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় বোর্ডের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।  

এরপরও ফারুক আহমেদের বিশ্বাস, দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য তার লড়াই চালিয়ে যাওয়া জরুরি। সময়মতো নির্বাচন হলে অক্টোবরে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই তিনি জানিয়েছেন।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর