সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সমালোচকদের নিয়ে তাইজুল বললেন, ‘তারা খেলা বোঝে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

সমালোচকদের নিয়ে তাইজুল বললনে, ‘তারা খেলা বুঝে না’

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। সিলেটের সেই হারের পর দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে আজ থেকে। চট্টগ্রামে এ ম্যাচের প্রথম দিনের প্রথম দুই সেশনে ব্যাট হাতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল সফরকারীরা। তবে শেষ সেশনে তাইজুল ইসলামের ঘূর্ণিতে মুহূর্তের উলটপালট হয়ে গেছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ। তারা দিন শেষ করেছে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে।

জিম্বাবুয়ের ৯ উইকেট নেওয়ার পথে ৫ উইকেটের দেখা পেয়েছেন তাইজুল ইসলাম। এটা তার ক্যারিয়ারের ১৬তম ফাইফার। এদিকে সিলেটে বল হাতে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি তাইজুল। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন কেবল ২ উইকেট।


বিজ্ঞাপন


সিলেট টেস্টে ভালো করতে না পারলেও চট্টগ্রামে ৫ উইকেট পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে তাইজুল বলেন, ‘এটা সন্তুষ্টির বিষয়। কারণ একটা খেলোয়াড় যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে যেভাবে আমি বল করেছি, সেটা ভালো ছিল না। নিজেকে ফিরে পেয়েছি, এটা একটা ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দলকে আমি সাহায্য করতে পেরেছি।’

এদিকে সিলেট টেস্টে হারের কারণে টাইগাররা সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন। তবে এক ম্যাচ দেখেই যারা ক্রিকেটারদের সমালোচনা করেন তারা খেলা বুঝেন না বলেই মন্তব্য করেছেন তাইজুল। তিনি বলেন, ‘একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে।’

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর