সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজে ফর্ম নিয়ে পন্ত বললেন, ‘দোষারোপ করা ঠিক নয়’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

বাজে ফর্ম নিয়ে পন্ত বললেন, ‘দোষারোপ করা ঠিক নয়’

আইপিএল ২০২৫-এ নিজের বাজে ফর্ম নিয়ে এখনই আঙুল তোলা উচিত নয় বলে মনে করছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক রিষভ পন্ত। রোববার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দলের তৃতীয় হারের পর এমন মন্তব্য করেন তিনি।

২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র দুই বলে চার রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন পন্ত। শেষ পর্যন্ত তার দল হারে ৫৪ রানে। পুরো মৌসুমে এখন পর্যন্ত ৯ ইনিংসে পন্তের সংগ্রহ মাত্র ১১০ রান। গড় ১২.২২ এবং স্ট্রাইক রেট ৯৮.২১। কখনও ওপেন করেছেন, কখনও চার কিংবা সাত নম্বরে ব্যাট করেছেন, কিন্তু কোথাও সাফল্য আসেনি কোনোভাবেই। অথচ ২৭ কোটি রুপি খরচায় লক্ষ্ণৌ তাঁকে দলে নিয়েছিল মারকুটে ব্যাটিংয়ের প্রত্যাশায়। 


বিজ্ঞাপন


তবে নিজের বাজে ফর্ম্যাম নিয়ে একেবারেই চিন্তিত নন পন্ত। তিনি বলেন, "আমি খুব সাধারণভাবেই বিষয়টা দেখছি। নিজের ফর্ম নিয়ে বেশি ভাবছি না। কারণ, যখন কিছুই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না, তখন খেলোয়াড় হিসেবে নিজেকে নিয়ে প্রশ্ন করতে শুরু করবেন, এটা হওয়া উচিত নয়।"

তিনি আরও যোগ করেন, "যখন পুরো দল ভালো করছে না, তখন দলকেই আগে দেখতে হবে। অবশ্যই একজন খেলোয়াড় পার্থক্য গড়ে দিতে পারে, কিন্তু বারবার শুধু কোনো একজনকে আলাদা করে দোষারোপ করাটা ঠিক নয়।"

এদিকে পন্ত ব্যাট হাতে ভালো খেলতে না পারলেও তার নেতৃত্ব গুণ নিয়ে বেশ প্রশনহসা করেছেন দলটির মেন্টর জহির খান। জহির খান মনে করেন, অধিনায়কত্বের দিক থেকে পন্ত সবকিছু ঠিকঠাকই করছেন এবং ব্যাট হাতেও শিগগির ছন্দে ফিরবেন তিনি।

"সে দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে," বলেন জাহির। "আমি নিশ্চিত করে বলতে পারি, দলের প্রতিটি সদস্যকে স্বাচ্ছন্দ্য বোধ করানো, তাদের কথা শোনা এবং আইপিএলের মতো প্রতিযোগিতায় যা যা পরিকল্পনা দরকার, সব কিছুতেই পন্ত দারুণভাবে এগিয়ে চলেছে।"


বিজ্ঞাপন


ব্যাটিং নিয়ে জহির আরও বলেন, "মাঝের সারিতে দল অনেকটাই পন্তের ওপর নির্ভরশীল। আমি নিশ্চিত, আমরা তার কাছ থেকে যে ধরনের প্রভাব চাই, তা খুব শিগগিরই আসবে। কেবল ছোট একটা ক্লিকের দরকার। আমি এটা চাপের বিষয় বলে মনে করি না।"

"যখন আমরা একটি দলের কথা বলি, তখন তো মূল লক্ষ্য থাকে ট্রফি জেতা। আমরা পন্তকে সেই নেতা হিসেবেই বেছে নিয়েছি, যে দলকে এগিয়ে নিয়ে যাবে। এই সিদ্ধান্তে আমাদের কোনো সন্দেহ নেই।"

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর