সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্লট ছাড়া আর কোন কোচ প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ জিতেছেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

স্লট ছাড়া আর কোন কোচ প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ জিতেছেন?

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই দলকে শিরোপা জিতিয়েছেন, এমন কোচের সংখ্যা হাতেগোনা। এবার সেই মর্যাদাপূর্ণ তালিকায় নাম লেখালেন লিভারপুলের কোচ আর্নে স্লট। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দাপুটে ৫-১ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করেছে 'দ্য রেডস'। এই উপলক্ষে ফিরে দেখা যাক, অতীতে আর কারা এই কীর্তি গড়েছিলেন।

লিভারপুলে নিজের প্রথম মৌসুমেই ইতিহাস গড়েছেন ডাচ কোচ আর্নে স্লট। ক্লাবের ২০তম লিগ শিরোপা এনে দিয়ে ইংলিশ ফুটবলে দুর্দান্ত অভিষেকের সাক্ষী হলেন তিনি।টটেনহ্যামকে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগ যুগে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছে লিভারপুল। পুরো মৌসুমজুড়ে দারুণ ফুটবল খেলে দারুণ এক অধ্যায়ের ইতি টেনেছে তারা।


বিজ্ঞাপন


ইউর্গেন ক্লপের বড় ছায়া মুছে দিয়ে দায়িত্ব সামলানোটা সহজ কাজ ছিল না। তবে স্লট তা করেছেন দারুণ দক্ষতায়। টাইটেল রেস শেষ হওয়ায় এবার এক নজরে দেখে নেওয়া যাক, কারা কারা স্লটের মতো প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন।

হোসে মরিনিয়ো (চেলসি)- ২০০৪-০৫ মৌসুমে চেলসির কোচ হিসেবে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ জিতে ইতিহাস গড়েন মরিনিয়ো ।

'দ্য স্পেশাল ওয়ান' খ্যাত মরিনিয়ো , ক্লদিও রানিয়েরির পর দায়িত্ব নিয়ে মাত্র এক বছরের মাথায় চেলসিকে ৫০ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা এনে দেন। রোমান আব্রামোভিচের অর্থনৈতিক সমর্থন তার কাজকে সহজ করলেও মরিনিয়ো র ম্যানেজারিয়াল দক্ষতা ছিল মূল চালিকাশক্তি।

কার্লো আনচেলত্তি (চেলসি)- মরিনিয়োর পর দ্বিতীয় কোচ হিসেবে প্রথম মৌসুমেই শিরোপা জেতেন আরেক কিংবদন্তি, কার্লো আনচেলত্তি।


বিজ্ঞাপন


২০০৯-১০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে চেলসিকে শিরোপা এনে দেন ইতালিয়ান এই কোচ। সেই মৌসুমে ২৭টি ম্যাচ জিতে ক্লাবের চতুর্থ শীর্ষ লিগ শিরোপা জয় করে ব্লুজরা।

শুধু লিগই নয়, আনচেলত্তির চেলসি ঐ মৌসুমে এফএ কাপ জয় করেও ডাবল জয় করে ইতিহাস গড়েছিল।

আন্তোনিও কন্তে (চেলসি)-  ইতালিয়ান আরেক কোচ আন্তোনিও কন্তে ২০১৬-১৭ মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজে এসে তার নিজস্ব স্টাইলে বদলে দেন চেলসিকে।

মৌসুমের মাঝপথে রক্ষণে তিন ডিফেন্ডার নিয়ে খেলার কৌশল আনেন কন্তে, যা তখন রীতিমতো আলোড়ন তোলে। শেষ পর্যন্ত সেই রূপান্তরিত দলটি মৌসুম শেষে নিজেদের ষষ্ঠ এবং সর্বশেষ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলে।

ম্যানুয়েল পেলেগ্রিনি (ম্যানচেস্টার সিটি)- ২০১৩-১৪ মৌসুমে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ জিতেছিলেন ম্যানুয়েল পেলেগ্রিনি।

ক্লদিও রানিয়েরি (লেস্টার সিটি)- চেলসিতে মরিনহোর হাতে কোচের পদ হারালেও ক্লদিও রানিয়েরি ফুটবল ইতিহাসের অন্যতম রূপকথার জন্ম দেন লেস্টার সিটির কোচ হিসেবে।

২০১৫-১৬ মৌসুমে প্রথম মৌসুমেই অপ্রত্যাশিতভাবে প্রিমিয়ার লিগ জিতে নেয় লেস্টার। রিয়ালিটি সিনেমার মতো গল্প লিখে রনিয়েরি নিজের নাম লেখান ইতিহাসে।

আর্নে স্লট (লিভারপুল)- সবশেষে আর্নে স্লট। তালিকায় ছয় নম্বরে আছেন তিনি, যিনি প্রথম মৌসুমেই ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। ইংলিশ শীর্ষ লিগে নিজের অভিষেক মৌসুমেই এই কীর্তি গড়া পঞ্চম কোচও বটে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর