সম্প্রতি কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার পর উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে পাকিস্তানের ১৬টি গণমাধ্যমসহ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
এদিকে সাবেক পাকিস্তান পেস তারকা শোয়েব আখতার ভারতে ক্রিকেট বিশ্লেষণ ও বিশ্ব ক্রিকেটের ওপর তার মতামতের জন্য জনপ্রিয়। তার চ্যানেল এই নিষেধাজ্ঞার আওতায় ছিলো না, এরপরও ইউটিউব ব্যবহারকারীরা চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না। তার কোনও কিছু দৃশ্যমানও ছিল না। তবে পুরনো ভিডিওগুলি এখনো ইউটিউবে দেখা যাচ্ছে। এমনটায় জানা যায় এনডিটিভির প্রতিবেদনে।
বিজ্ঞাপন

শোয়েব আখতার ভারতীয় ক্রিকেট ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়, এবং তিনি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন স্পোর্টস এবং মিডিয়া আউটলেটে ক্রিকেট আলোচনা অংশগ্রহণ করেছেন। শুধু শোয়েব আখতার নয়, ভারতের সাবেক ক্রিকেটাররা যেমন রশিদ লতিফ এবং বাসিত আলীও ইউটিউব চ্যানেলও অ্যাক্সেস থেকে বঞ্চিত হয়েছেন।
যদিও এই চ্যানেলগুলিও সরকারিভাবে নিষিদ্ধ তালিকায় নেই, তবুও ভারতের মধ্যে এই চ্যানেলগুলির দৃশ্যমানতা সীমিত হয়ে গেছে। আর এগুলো ভুলক্রমে বন্ধ করা হয়েছে কি না, এমন কোনো ব্যাখ্যাও ভারত সরকারের পক্ষ থেকে এখনও দেওয়া হয়নি।
যেসব ইউটিউব চ্যানেলগুলি নিশ্চিতভাবে ব্লক হয়েছে, তাদের মধ্যে রয়েছে: ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, আরইওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে এই ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে, যাদের বিরুদ্ধে উসকানিমূলক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল বিষয়বস্তু প্রচার, ভারত এবং এর সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করার অভিযোগ রয়েছে।

