গোড়ালির পুরানো ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস তারকা তাসকিন আহমেদ। যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি এই পেসারকে। এবার উন্নত চিকিৎসার জন্য তাসকিনকে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। আজ রবিবার রাত আটটার ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ জানিয়েছেন, ‘আগামী ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের অর্থোপেডিক সার্জন জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তার পরামর্শ অনুযায়ী পরের ধাপ অনুসরণ করা হবে। তাসকিনের সঙ্গে আমিও থাকবো।’
বিজ্ঞাপন
প্রফেসর ক্যাল্ডার গোড়ালি ও পায়ের চিকিৎসার জন্য পরিচিত একজন বিশেষজ্ঞ। তাসকিনের চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণের জন্য তার পরামর্শ অনুযায়ী কাজ করা হবে। তাসকিনকে ইংল্যান্ডে সঙ্গ দেবেন দেবাশীষ চৌধুরী, তবে তিনি যাবেন সোমবার রাতে।
গত কিছু সপ্তাহ ধরে তাসকিন পুরো বিশ্রামের পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছিলেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন দিন ধরে ছোট রানআপে অনুশীলন করছিলেন, তবে বোলিংয়ে তেমন গতি ছিল না। যার জন্য তিনি চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে উন্নত চিকিৎসার প্রয়োজনে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্প্রতি, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তিনটি ম্যাচে অংশ নিয়েছিলেন তাসকিন। রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি করে উইকেট নেন তিনি। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে নেন দুটি উইকেট। এরপর থেকে মাঠের বাইরে আছেন এই তরুণ পেসার।

