রেফারি নিয়ে তোলপাড়ই হয়েছিল ম্যাচের আগে। কোপা দেল রে ফাইনাল শুরুর আগে সেভিয়ার প্লাজা নুয়েভায় পুলিশের সঙ্গে সংঘর্ষও হল বার্সেলোনা সমর্থকদের। সেটা ছড়িয়ে পড়েছিল রিয়াল সমর্থকদের সঙ্গেও। উত্তেজনা শেষে মাঠের ফুটবলে শেষ হাসি হাসেন কাতালানরা। যেখানে এল ক্লাসিকোয় রিয়ালকে ৩-২ গোলে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে রেকর্ড ৩২তম কোপা দেল রের শিরোপা জিতে বার্সা।
রিয়াল মাদ্রিদকে হারিয়ে এই শিরোপা নিশ্চিত করার পর ফ্লিক জানান, তার লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগা। ফ্লিকের কোচিং ক্যারিয়ারে এর আগেও ছিল ট্রেবলের অভিজ্ঞতা ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে তিনি জিতেছিলেন এই ত্রি-শিরোপা। বার্সেলোনা এর আগে দুইবার ট্রেবল জিতেছে, ২০০৮-০৯ এবং ২০১৪-১৫ মৌসুমে। প্রথমবার পেপ গার্দিওলা এবং পরের বার লুইস এনরিকে দলের কোচ ছিলেন।
বিজ্ঞাপন
ফ্লিক বলেন, 'এখন আমরা উদযাপন করব, তারপর বিশ্রাম নেব। তবে ট্রেবল জয়ের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এটা আমাদের জন্য বড় সুযোগ।' তিনি আরো যোগ করেন, 'রিয়ালের বিপক্ষে পিছিয়ে পড়েও যেভাবে আমরা ম্যাচে ফিরলাম, তা অসাধারণ ছিল। আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত।'
লা লিগায় বার্সেলোনার আর ৫ ম্যাচ বাকি। রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান রয়েছে ৪। আগামী শনিবার ভায়াদোলিদের বিপক্ষে বার্সার পরবর্তী ম্যাচ। তবে ১১ মে এল ক্লাসিকোতে আবার রিয়ালের বিপক্ষে লড়াই হতে পারে লা লিগার ভাগ্য নির্ধারণ।

