সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হঠাৎ জরুরি বোর্ড মিটিং ডেকেছে বেসামাল বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

হঠাৎ জরুরি বোর্ড মিটিং ডেকেছে বেসামাল বিসিবি

আজ বিকেল ৪টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি জরুরি বোর্ড সভা আয়োজন করতে যাচ্ছে। জুম অ্যাপে অনুষ্ঠিত এই অনলাইন সভায় উপস্থিত থাকবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ এবং অন্যান্য পরিচালকেরা।

জানা যায়, সভার মূল আলোচ্য বিষয় হবে দেশের ক্রিকেটাঙ্গনে আলোচিত এফডিআরের বিপুল অংকের অর্থ বিভিন্ন ব্যাংক থেকে তুলে অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে।


বিজ্ঞাপন


গতকাল এক বিবৃতিতে বিসিবি বিষয়টি ব্যাখ্যা করে জানায়, তারা বোর্ডের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ তুলে অন্য ব্যাংকে বিনিয়োগ করেছে। এ সিদ্ধান্তের ফলে স্থায়ী আমানত থেকে মুনাফাও বৃদ্ধি পেয়েছে। এছাড়া অভিযোগ করা হয়েছে যে, বোর্ডের সভাপতি ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছিল।

এর আগে গত ২৪ মার্চ বোর্ডের সভা হওয়ার কথা ছিল, কিন্তু তামিম ইকবালের অসুস্থতার কারণে সভাটি বাতিল করে পরিচালকরা সরাসরি হাসপাতালে যান। এরপর থেকে আর কোনো সভা অনুষ্ঠিত হয়নি।

ফারুক আহমেদ নেতৃত্বাধীন বোর্ড এর আগের সভাগুলিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। খেলোয়াড়দের চুক্তি, বিপিএলের মান উন্নয়ন এবং ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্য বেশ কয়েকটি সাহসী পদক্ষেপ গ্রহণ করা হয়। আজকের সভায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে জানা যায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর