সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের শাস্তি পেলেন হৃদয়, খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পিএম

শেয়ার করুন:

ফের শাস্তি পেলেন হৃদয়, খেলতে পারবেন না আবাহনীর বিপক্ষে

কদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গণে আলোচনায় তাওহিদ হৃদয়ের শাস্তি। ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। তার এই নিষেধাজ্ঞা নিয়ে জলঘোলা কম হয়নি। এমনকি গতকাল তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটাররা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মাঝে বৈঠকের পর আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতির সঙ্গেও। এরপর হৃদয়ের বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি বহাল রাখলেও তা এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়।

শাস্তি পেছানোয় ডিপিএলের সুপার লিগ পর্বের বাকি দুই ম্যাচেই খেলার কথা ছিল মোহামেডানের এই অধিনায়কের। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সে বিপক্ষে ম্যাচে খেলেছেনও তিনি। আজকের ম্যাচে জেতায় আবাহনীর বিপক্ষে ম্যাচটি দুই দলের জন্যই এখন অলিখিত ফাইনাল। যে দল জিতবে সে দলই পাবে শিরোপার স্বাদ।


বিজ্ঞাপন


তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। কেননা আজকের ম্যাচে খেলতে নেমে ফের শাস্তি পেয়েছেন এই ক্রিকেটার। হৃদয়ের বিপক্ষে আরও একবার আম্পায়ারের সঙ্গে অসাদাচরণের অভিযোগ উঠেছে। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করার কারণেই তিনি শাস্তি পেয়েছেন।

আজকের ম্যাচে হৃদয় আউট হন আবাহনীর লেগ স্পিনার ওয়াসি আহমেদের বলে। স্টাম্পের বাইরে পিচ করা বলে ড্রাইভ করেছিলেন হৃদয়। তবে ব্যাটের কানায় লেগে বল কিপারের গ্লাভসে লেগে অন্য ফিল্ডারের হাতে চলে যায়। এরপর আবেদনের প্রেক্ষিতে আউট দেন আম্পায়ার। এরপরই অসন্তোষ প্রকাশ করেন টাইগার এই ব্যাটার।

ফলে ম্যাচ শেষে ১টি ডিমেরিট পয়েন্ট সহ ১০ হাজার টাকা জরিমানার শাস্তি হয়েছে হৃদয়ের। সবমিলিয়ে আসরে আট ডিমেরিট পয়েন্ট তার। এ কারণে ৪ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে তাঁকে। ফলে আবাহনীর বিপক্ষে এবারের আসরে ডিপিএলের অলিখিত ফাইনালে খেলা হচ্ছে না তার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর