সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুশফিককে নিয়ে জাকের বললেন, ‘দলে তো উনি একা খেলেন না’ ‍

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

মুশফিককে নিয়ে জাকের বললেন, ‘দলে তো উনি একা খেলেন না’ ‍

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিত হয়েছে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ যেখানে হেরেছে স্বাগতিকরা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে খেলতে নামবে টাইগাররা। চট্টগ্রাম টেস্টের আগে সমর্থকরা উদ্বিগ্ন মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসের একটিতেও নিজেকে মেলে ধরতে পারেননি মুশফিক। দুই ইনিংস মিলিয়ে করেছেন মোটে ৮ রান। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের দুই ইনিংস মিলিয়ে তিনি করেন মাত্র ২ রান।


বিজ্ঞাপন


সাদা পোশাকের ক্রিকেটে মুশফিকের অফ ফর্ম যাচ্ছে আরও লম্বা সময় ধরেই। নিজের খেলা সবশেষ ১২ ইনিংসের ফিফটির দেখা পাননি অভিজ্ঞ এই ব্যাটার। ফলে তাঁকে নিয়ে হচ্ছে সমালোচনা।

তবে মুশফিককে যে সব ম্যাচেই রান করতে হবে তা মনে করেন না দলের তরুণ ক্রিকেটার জাকের আলী। যে কোনো ক্রিকেটারের ক্যারিয়ারেই এমন সময় আসতে পারেন বলেই জানান তিনি। বরং জাকের জোর দিয়েছেন দলের বাকি ক্রিকেটারদের ভালো খেলার উপর।

জাকের বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে রান করতে হবে...রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’ ‍

মুশফিকও দ্রুতই রানে ফিরবেন বলে প্রত্যাশার কথা জানান জাকের। তিনি বলেন, ‘আমাদের ভালো করা উচিত। মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করে। তিনি তার পথ খুঁজছেন। আশা করি তিনি বেরিয়ে আসবেন। ব্যাটার যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে করতে হবে।’


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর