ফ্রেঞ্চ লিগে প্রথমবারের মতো অপরাজিত থেকে মৌসুম শেষ করার স্বপ্ন দেখছিল প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল লিগের আর মাত্র চার ম্যাচ বাকি থাকতে। ঘরের মাঠে নিসের বিপক্ষে ৩-১ গোলে হেরে ইতিহাস গড়ার পথেই থেমে গেল লুইস এনরিকের দল।
এ মাসের শুরুতেই লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। এরপর টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড গড়ে। সব ঠিক থাকলে এবার তারা হতে পারত ফ্রেঞ্চ লিগের ইতিহাসে প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন। কিন্তু শুক্রবার রাতে নিস এসে ছন্দপতন ঘটাল।
বিজ্ঞাপন
৩৪ মিনিটে নিসের মর্গান সঁসোঁ প্রথম গোল করে এগিয়ে নেন দলকে। যদিও ৭ মিনিট পর ফাবিয়ান রুইজ চমৎকার হাফ-ভলিতে গোল করে সমতা ফেরান।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও সঁসোঁ দুর্দান্ত এক ভলিতে নিসকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। এরপর ৭০ মিনিটে ইউসুফ এনদাইশিমিয়ে ফ্রি-কিক থেকে হেডে গোল করে ব্যবধান ৩-১ করে ফেলেন।
পুরো ম্যাচে পিএসজি ৩২টি শট নেয়, যার মধ্যে ১৩টি ছিল অন টার্গেট। অথচ নিস গোলমুখে মাত্র তিনবার শট নিয়েই তিনটি গোল তুলে নেয়।
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে ম্যাচের ঠিক আগে এমন হারে কিছুটা ধাক্কা খেল পিএসজি। ম্যাচ শেষে কোচ লুইস এনরিকে বলেন,
বিজ্ঞাপন
“আমরা বিভিন্নভাবে আক্রমণ করেছি, কিন্তু নিস দারুণভাবে রক্ষা করেছে। আর্সেনালের বিপক্ষেও যদি এমন সুযোগ পাই, তবে অবশ্যই সেটা কাজে লাগাতে চাই। নিসকে অভিনন্দন জানাতেই হবে।” এখন দেখার বিষয়, আর্সেনালের মাঠে পিএসজি ঘুরে দাঁড়াতে পারে কিনা।

