সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের উত্তপ্ত বিসিবি, তামিমদের সঙ্গে বৈঠকে ফারুক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

ফের উত্তপ্ত বিসিবি, তামিমদের সঙ্গে বৈঠকে ফারুক

কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গণে আলোচনা তাওহিদ হৃদয়কে নিয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে নাটকীয়ভাবে তা শাস্তি কমায় সমালোচনার মুখে পড়ে বিসিবি। এমন অবস্থায় আবার হৃদয়ের নিষেধাজ্ঞা বহাল করা হয়। এদিকে আজ শুক্রবার সকাল ১১ টার দিকে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হন তামিম ইকবাল। এরপর আসেন আরও অনেক ক্রিকেটারই। ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করতে পরে সেখানে এসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। 

মিরপুরে আসার পর মাহমুদউল্লাহ, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমানসহ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন তামিম। জুমার নামাজের পর তামিম-মাহমুদউল্লাহদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবি সভাপতি। 


বিজ্ঞাপন


তামিমদের সঙ্গে বিসিবি সভাপতি এ বৈঠকে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও উপস্থিত আছেন। 

অসুস্থতার কারণে ছিটকে যাওয়ার আগে মোহামেডানের অধিনায়ক ছিলেন তামিমই। তবে তামিম আর খেলতে না পারায় দলটির নেতৃত্বের ভার ওঠে হৃদয়ের কাঁধে। অধিনায়ক হওয়ার পর এক ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করে নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। পরে আবার টাইগার এই ব্যাটারের শাস্তি কমানো হয়েছিল। তবে শাস্তি কমাতে নিয়ম ভাঙা হয়েছে বলে সমালোচনার মুখে পড়েছিল বিসিবি।

ফলে হৃদয়কে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ কারণে আগামীকাল ২৬ এপ্রিল সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন হৃদয়। গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করেন মোহামেডানের অধিনায়ক হৃদয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয় চারটি ডিমেরিট পয়েন্ট। 

ম্যাচের পর আম্পায়ারদের সমালোচনা করায় পরদিন তার শাস্তি বাড়িয়ে আরও এক ম্যাচ অর্থাৎ মোট দুই ম্যাচ নিষিদ্ধ করার কথা জানানো হয়। সেই সঙ্গে করা হয় ৮০ হাজার টাকা জরিমানা। নিষেধাজ্ঞার কারণে হৃদয়ের দুই ম্যাচ নিষিদ্ধ থাকার কথা থাকলেও পরে নাটকীয়ভাবে তার শাস্তি কমানো হয়। এ নিয়ে বিতর্ক শুরু হলে আবার হৃদয়কে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর