সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এন্দ্রিকের খেলা দেখে ক্ষুব্ধ আনচেলত্তি, ‘ফুটবলে নাটকের জায়গা নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

এন্দ্রিকের খেলা দেখে ক্ষুব্ধ আনচেলত্তি, ‘ফুটবলে নাটকের জায়গা নেই’

রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিকের পারফরম্যান্সে হতাশ হয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। বুধবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে কিলিয়ান এমবাপে না খেলায় প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ১৮ বছর বয়সী এন্ড্রিক। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি এই সম্ভাবনাময় তারকা।

ম্যাচে আর্দা গুলারের গোলে এগিয়ে যাওয়ার পর, দুইবার সহজ সুযোগ পেয়েও গোল মিস করেন এন্ড্রিক। একবার তো গোলকিপারকে একা পেয়েও ‘লব শটে’ বল জালে পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু শটটি ছিল দুর্বল এবং লক্ষ্যভ্রষ্ট।


বিজ্ঞাপন


ম্যাচ শেষে এন্ড্রিকের এমন বাজে পারফর্ম্যান্সে বেশ বিরক্ত ছিলেন আনচেলত্তি। তিনি বলেন, “সে দুটি সুযোগ পেয়েছিল। প্রথমটিতে এর চেয়ে ভালো করতে পারত না সে। আর দ্বিতীয়টিতে সে সম্ভবত অফসাইড ছিল, কিন্তু সেটাও জালে পাঠাতে পারেনি।”

ব্রাজিলিয়ান এই তরুণ ফুটবলারকে মাঠে হাস্যকর আচরণ বাদ দিতে হবে জানিয়ে তিনি বলেন, “সে তরুণ এবং তাকে শিখতে হবে, তবে তাকে যতটা সম্ভব গোল করতে হবে এবং মাঠে হাস্যকর আচরণ এড়াতে হবে। ফুটবলে নাটকের কোনো জায়গা নেই।”

গোল করার পাশাপাশি এন্দ্রিকের সামনে সুযোগ ছিল এসিস্ট করাওও। তবে ব্রাজিলিয়ান এই তরুণ তাও করতে পারেননি। এমন হতাশাজনক পারফর্ম্যান্সের পর ৬৪ মিনিটে তাঁকে তুলে নিয়ে জুড বেলিংহামকে মাঠে নামান আনচেলত্তি।

গেতাফের বিপক্ষে এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান চারে নামিয়ে এনেছে রিয়াল। ৩৩ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট বার্সেলোনার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর