সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাশ্মীরে হামলার ঘটনায় ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

কাশ্মীরে হামলার ঘটনায় ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ

পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির কয়েকদিন পরই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দিয়েছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। ভারতে পিএসএলের অফিসিয়াল সম্প্রচারকারী হিসেবে কাজ করছিল প্ল্যাটফর্মটি। তবে শুক্রবার সকাল থেকে প্ল্যাটফর্মে পিএসএল সম্পর্কিত কোনো কনটেন্ট দেখা যাচ্ছিল না, এমনকি আগের ভিশিওগুলোতে ক্লিক করলে ‘এরর’ দেখাচ্ছিল।

ফ্যানকোড প্রথম ১৩টি ম্যাচ সম্প্রচার করেছিল, যেখানে পাকিস্তান দলের সব শীর্ষ খেলোয়াড়ই অংশ নিয়েছিলেন। কিন্তু হামলার পর ভারতজুড়ে যখন পাকিস্তানবিরোধী আবেগ তুঙ্গে, তখন সামাজিক মাধ্যমে অনেকেই ফ্যানকোডকে পিএসএল সম্প্রচারের জন্য সমালোচনায় বিদ্ধ করেন। এরপরই সিদ্ধান্ত নেয়া হয় সম্প্রচার বন্ধ করার।


বিজ্ঞাপন


এদিকে, পাকিস্তানিদের জন্য আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি নাগরিকদের দেয়া সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে। এমনকি চিকিৎসা ভিসাও ২৯ এপ্রিল পর্যন্তই বৈধ থাকবে। যারা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদেরও দ্রুত দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অধিকাংশের জন্য সময়সীমা মাত্র ৭২ ঘণ্টা।

পাশাপাশি, নতুন করে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে। এর মানে হচ্ছে, পাকিস্তান থেকে কেউ আর ভারত ভ্রমণের অনুমতি পাবেন না।

ভারতীয় নাগরিকদের জন্যও পরামর্শ দেয়া হয়েছে পাকিস্তানে ভ্রমণ না করতে এবং যারা ইতোমধ্যে পাকিস্তানে রয়েছেন, তাদের যত দ্রুত সম্ভব দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে।

এই নির্মম হামলার নিন্দা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, “ক্রিকেট মহল এই বর্বরোচিত হামলায় হতবাক ও শোকাহত। ” 


বিজ্ঞাপন


বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বলেন, “এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানানোর পাশাপাশি আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর