সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের বিদেশি কোচ পাচ্ছেন বাবর-রিজওয়ানরা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

রোহিত-কোহলিদের কোচ গম্ভীরকে হত্যার হুমকি

পাকিস্তানের ক্রিকেটের যত নাটকীয়তা আর সমস্যা সেসবের মধ্যে অন্যতম বিদেশি কোচ। লাল বলের ক্রিকেটে জেসন গিলেস্পি আর সাদা বলের ক্রিকেটের জন্য গ্যারি কার্স্টেনকে গত বছর নিয়োগ দিয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। তবে বিদেশি এই দুই কোচের সঙ্গে পিসিবির সম্পর্ক চরম তিক্ততার কারণে শেষ হয়েছে। চাকরি ছাড়তে হয়েছে দুই কোচকেই। বাবর আজমদের বোর্ডের বিরুদ্ধে বিস্তর অভিযোগও রয়েছে এই দুই সাবেক কোচের। এসবের পর পিসিবি আবার বিদেশি কোচের দিকে ঝুকবে কি না তা নিয়ে সংশয় ছিল। 

তবে জানা গিয়েছে, বাবর-রিজওয়ানদের জন্য আবার বিদেশি কোচই নিয়োগ করতে চলেছে পিসিবি।  নিউজিল্যান্ডের সাবেক হেড কোচ মাইক হেসন হতে পারেন পাকিস্তান জাতীয় দলের পরবর্তী কোচ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর মিলেছে।


বিজ্ঞাপন


বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে কাজ করছেন হেসন। তার অভিজ্ঞতা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে পিসিবির নজর এখন তার দিকেই। সূত্র বলছে, হেসন ও পিসিবির মধ্যে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। এর আগেও, গত বছর পিসিবি তাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেসময় ব্যস্ততার কারণে তিনি ফিরিয়ে দেন।

সাবেক পাকিস্তান কোচ সাকলাইন মুশতাকের নামও ভাবনায় ছিল, তবে হেসনকে নিয়েই পিসিবি এখন বেশি আগ্রহী। দেশি কোচের অভাবে আবারও বিদেশি কোচের দিকেই ঝুঁকছে বোর্ড। পিসিবি ইতোমধ্যে জানিয়েছে, কোচ হতে হলে কমপক্ষে লেভেল-৩ কোচিং সনদ থাকতে হবে। আগ্রহীদের ৪ মে’র মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।

২০১২ সালে নিউজিল্যান্ডের হেড কোচ হন মাইক হেসন, সেসময় জন রাইটের স্থলাভিষিক্ত হন তিনি। এরপর আইপিএল-এও কাজ করেছেন তিনি, যেটা তার কোচিং ক্যারিয়ারে যোগ করেছে অতিরিক্ত ওজন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর