ডার্বি দেলা মাদোনিনা—মিলান বনাম ইন্টার, সব সময়ই হাইভোল্টেজ লড়াই। এবার সেই দ্বৈরথে জ্বলে উঠলেন লুকা জোভিক। তার জোড়া গোলেই ইন্টারকে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে জায়গা করে নিয়েছে এসি মিলান।
প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ায় দুই দলের জন্যই দ্বিতীয় লেগ ছিল বাঁচা-মরার লড়াই । আর ঠিক সেখানেই বাজিমাত করলেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড জোভিক। প্রথমার্ধে ম্যাচের ৩৬তম মিনিটে দুর্দান্ত হেডে এগিয়ে দেন দলকে।
বিজ্ঞাপন
বিরতির পর মাত্র চার মিনিট পেরোতেই আবারও গোল! এবার কর্নার থেকে বল পেয়ে কাছ থেকে ঠেলে দেন জালে। চলতি মৌসুমে মার্চের আগ পর্যন্ত একটিও গোল না পাওয়া জোভিক এখন শেষ পাঁচ ম্যাচে করেছেন চার গোল।
ইন্টার যদিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। স্টেফান ডি ফ্রেইজ একটা গোলের সুযোগ পেয়েছিলেন, তবে মিলান গোলরক্ষক মাইক মেনিয়ঁ দুর্দান্ত সেভ করে রক্ষা করেন দলকে।

শেষদিকে তিজজানি রেইন্ডারসের গোলে ব্যবধান ৩-০ করে নেয় মিলান। এই জয়ে যেমন ফাইনালের টিকিট নিশ্চিত করল রোসোনেরিরা, তেমনি একটি ট্রফি জেতার স্বপ্নও টিকিয়ে রাখল তারা—যেটা হতাশাজনক এক মৌসুমে বড় স্বান্ত্বনা হতে পারে।
বিজ্ঞাপন
সিরি ‘আ’তে বর্তমানে নবম স্থানে থাকা মিলান ইতোমধ্যে ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগ থেকেও। সেই তুলনায় ইন্টার বেশ দাপটেই আছে, দলটির সামনে ছিল ট্রেবল জয়ের সুযোগ। লিগ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ জেতার দৌড়েও আছে ক্লান্টি। লিগ টেবিলের শীর্ষে রয়েছে তারা এবং আছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।
অন্য সেমিফাইনালে বোলোনিয়া ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এম্পোলির বিপক্ষে। সেই লড়াইয়ের দ্বিতীয় লেগ হবে বৃহস্পতিবার। এখন দেখার, ফাইনালে মিলানের প্রতিপক্ষ কে হয়!

