ব্রাজিল জাতীয় দলের সাবেক কোচ তিতে শারীরিক ও মানসিক সুস্থতার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য কোচিং ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ৬৩ বছর বয়সী এই কোচ গত আগস্টে হৃদযন্ত্রের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সম্প্রতি একটি বিমানে ওঠার আগে তিনি প্রবল এক উদ্বেগজনিত আক্রমণের সম্মুখীন হন, যার পরপরই তিনি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন।
তিতে এক বিবৃতিতে বলেন, 'একজন মানুষ হিসেবে আমি যে দুর্বল হতে পারি, তা বুঝতে শিখেছি। আর সেই দুর্বলতাকে স্বীকার করাই আমাকে আরও শক্তিশালী করে তুলবে।'
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, 'আমি কোচিং ভালোবাসি, তবে পরিবারের সঙ্গে কথা বলে এবং শরীরের বিভিন্ন সংকেত বুঝে এই মুহূর্তে নিজেকে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
গত বছর সেপ্টেম্বর মাসে ফ্ল্যামেঙ্গো ক্লাব থেকে বরখাস্ত হওয়ার পর তিতে আর কোনও ক্লাবের দায়িত্বে ছিলেন না। তবে সাম্প্রতিক সময়ে তার করিন্থিয়ান্সে ফিরে যাওয়ার আলোচনা চলছিল। করিন্থিয়ান্সের হয়ে তিনি ২০১২ সালে কোপা লিবার্তাদোরেস ও ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন।
তিতে বলেন, 'করিন্থিয়ান্সের সঙ্গে আলোচনা চলছিল, তবে এখন সেটি বন্ধ রাখতে হবে। সিদ্ধান্তটি কঠিন, কিন্তু প্রয়োজনীয়।'
তিতে ব্রাজিলের ঘরোয়া ফুটবলের অন্যতম সফল কোচ। করিন্থিয়ান্স ছাড়াও তিনি গ্রেমিও, পালমেইরাস ও আতলেতিকো মিনেইরোর মতো ক্লাবেও দায়িত্ব পালন করেছেন। তার কোচিং ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ অর্জন ছিল ২০১৯ সালে ঘরের মাঠে কোপা আমেরিকা জেতা। সেলেসাওদের ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত কোচিংয়ের দায়িত্বে ছিলেন।

