সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাশ্মীর হামলার প্রেক্ষিতে

পাকিস্তানের বিপক্ষে কোনো সিরিজ খেলবে না ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের বিপক্ষে কোনো সিরিজ খেলবে না ভারত

সম্প্রতি কাশ্মীরের পাহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনও সিরিজ না খেলার সিদ্ধান্তে অটল থাকছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এ প্রসঙ্গে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা স্পোর্টস তাককে জানিয়েছেন, ‘আমাদের সরকার যা বলবে, আমরা তাই করব। সরকারের অবস্থান অনুযায়ী আমরা পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলি না এবং ভবিষ্যতেও খেলব না।’


বিজ্ঞাপন


২০১২-১৩ সালে পাকিস্তান সীমিত ওভারের একটি সিরিজে ভারতে সফর করেছিল, সেটিই ছিল শেষ দ্বিপাক্ষিক সিরিজ। অন্যদিকে ভারত ২০০৮ সালের পর আর পাকিস্তানে খেলতে যায়নি। দুই দেশের মধ্যে মুখোমুখি লড়াই কেবলমাত্র আইসিসি বা এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টেই সীমাবদ্ধ। 

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারত সফর করলেও, ম্যান ইন ব্লুরা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে ভারতের ম্যাচসমূহ, যার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ ও ফাইনালও রয়েছে, তা দুবাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিসিআইয়ের পক্ষ থেকে প্রকাশিত আরেকটি বিবৃতিতে বোর্ড সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় নিরঅপরাধ মানুষের প্রাণহানিতে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা নিহতদের পরিবারের পাশে রয়েছি এবং তাঁদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।’ 

এই ঘটনার স্মরণে আইপিএলের ৪১তম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স - এ এক মিনিটের নিরবতা পালন করা হয়। ম্যাচ শুরুর আগে উভয় দলের অধিনায়করা তাদের শোক প্রকাশ করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দেন। পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, সাপোর্ট স্টাফ এবং ধারাভাষ্যকারেরা কালো ব্যাজ পরে খেলায় অংশ নেন।


বিজ্ঞাপন


এছাড়া, বিসিসিআই একটি ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার জন্য ম্যাচে কোনো রকম আনন্দ-উল্লাসের আয়োজন না করার সিদ্ধান্ত নেয়। ছিল না চিয়ারলিডার পারফরম্যান্স, বাজি, সঙ্গীত বা ডিজে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর