লা লিগায় রাতে গেতাফের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জয় পেলেও কোপা দেল রে ফাইনালের আগে দুশ্চিন্তার মুখে লস ব্লাঙ্কোসরা। গেতাফের বিপক্ষে ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা চোটে পেয়ে মাঠ ছাড়েন। জানা যায় কোপা দেল রে ফাইনালের আগে অনিশ্চিত হয়ে পড়েছেন এই দুই তারকা।
এদিন ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি এসেছে তরুণ তুর্কি মিডফিল্ডার আরদা গুলারের পা থেকে। এই জয়ে লা লিগা শিরোপা দৌড়ে টিকে থাকলেও, কোচ কার্লো আনচেলত্তির দলকে বড় মূল্য দিতে হতে পারে দুই তারকার চোটে। কোচ কার্ল আনচেলত্তির ভাষায়ও তাই ফুটে উঠেছে।
বিজ্ঞাপন
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আলাবা ও কামাভিঙ্গা দুজনেরই পায়ে মাংসপেশির ইনজুরি হয়েছে। মেডিকেল রিপোর্টে বিস্তারিত জানা যাবে, তবে এখনই বলা যায়, তারা শনিবারের ফাইনালে খেলার সম্ভাবনা খুবই কম।’
এদিকে রিয়াল কিলিয়ান এমবাপে ও ফেরলাঁ মেন্ডিকে মাঠে সেভাবে পাচ্ছে না। ফলে লেফট পজিশনে রিয়ালের খারাপ সময়ে একমাত্র বিকল্প হিসেবে আছেন ফ্রান গার্সিয়া। যাকে বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালের বিপক্ষে দায়িত্ব নিতে হতে পারে।
বার্সেলোনা বর্তমানে লা লিগার শীর্ষে, রিয়ালের থেকে চার পয়েন্ট এগিয়ে। মৌসুমে আগেও রিয়ালের বিপক্ষে ৪-০ ও ৫-২ ব্যবধানে জয় পেয়েছে তারা, যা ফাইনালের আগে মানসিক সুবিধা দিতে পারে কাতালানদের।
তবে আনচেলত্তির দৃষ্টিতে ফাইনালের চিত্র ভিন্ন, ‘ফাইনালে কে ফেভারিট তা বলা কঠিন, কারণ ফাইনাল মানেই ভিন্ন কিছু। আমরা ডিফেন্সে শক্ত থাকতে হবে, কিন্তু আমাদের আক্রমণেও সুযোগ আসবে। আজকের জয় আত্মবিশ্বাস বাড়াবে।’
বিজ্ঞাপন
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এই মর্যাদাপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শনিবার।

