সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাশ্মীর হামলা নিয়ে ভারতের কোচ– ‘ভারত এর জবাব দেবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

কাশ্মীর হামলা নিয়ে ভারতের কোচ– ‘ভারত এর জবাব দেবে’

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের গ্রুপের ওপর বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে। কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পহেলগামে এই ঘটনা ঘটেছে। মনোরম এই এলাকাটিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত। মর্মান্তিক এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান ভারতের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং তার সামাজিক মাধ্যমে লেখেন, ‘পহেলগাঁওতে পর্যটকদের উপর হামলার খবর শুনে গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময়ে আমাদের মানবতা ও ঐক্যের প্রয়াস অব্যাহত থাকুক।’


বিজ্ঞাপন


আরও পড়ুন-কাশ্মীর হামলার রেশ আইপিএলে, ৩ নিয়মে বদল

আরও পড়ুন-২ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন ভিনিসিয়ুস!

এই ঘটনার প্রেক্ষিতে সাবেক ক্রিকেটার ইরফান পাঠান লেখেন, ‘প্রতিবার নিরীহ মানুষের প্রাণ গেলে মানবতা হারে। আমি কয়েকদিন আগেই কাশ্মীরে ছিলাম, এই যন্ত্রণা যেন আমার খুব কাছের।’

বীরেন্দ্র সহবাগ তার শোকবার্তায় লেখেন, ‘পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর শুনে গভীরভাবে ব্যথিত। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আমার সহানুভূতি ও প্রার্থনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’


বিজ্ঞাপন


আরও পড়ুন-কোহলি-ওয়ার্নারকে পেছনে ফেলে আইপিএলে ইতিহাস গড়লেন রাহুল

আরও পড়ুন-প্রতিদিন ৫ লিটার দুধ পান করেন? যা বললেন ধোনি

ভারতীয় দলের সহ-অধিনায়ক শুবমান গিল ও কেএল রাহুলও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কেএল রাহুল লেখেন, ‘কাশ্মীরে এই জঙ্গি হামলার খবর শুনে মন ভেঙে গেছে। নিহতদের পরিবারের প্রতি রইল আমার প্রার্থনা ও সমবেদনা।’

শুবমান গিল বলেন, ‘পহেলগাঁওতে যে হামলা হয়েছে তা হৃদয়বিদারক। এই ধরণের হিংসার কোনও স্থান নেই আমাদের দেশে।’

জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর প্রতিক্রিয়ায় লেখেন, ‘নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। যারা এই হামলার পিছনে রয়েছে, তারা শাস্তি পাবে। ভারত এর জবাব দেবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর