সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জিম্বাবুয়েকে পেয়েও মামুলি লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

জিম্বাবুয়েকে পেয়েও মামুলি লক্ষ্য দিলো বাংলাদেশ

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংস শেষে ৩০০ রানের লিড নেয়ার আশায় ছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনে মাত্র ২৫৫ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। তাতে প্রথম টেস্ট জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ১৭৪ রান।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে দিনের দ্বিতীয় বলেই বাজে শুরুর ইঙ্গিত দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দিনের করা ৬০ রানের সঙ্গে কোনো রান যোগ না করেই ফাইন লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। বলটি করেছিলেন ব্লেসিং মুজারাবানি, ক্যাচ নেন ভিক্টর নুয়াইসি।


বিজ্ঞাপন


এরপর খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আরও একটি ধাক্কার জন্য। ইনিংসের পরের অংশে ব্যাট হাতে মাঠে নামা মেহেদী হাসান মিরাজও ফিরে যান দ্রুতই। ১৫ বলে ১১ রান করে মুজারাবানির বলে বোল্ড হন তিনি। একই সঙ্গে জিম্বাবুয়ের এই পেসার পূর্ণ করেন নিজের তৃতীয় টেস্ট ফাইফার।

চাপে পড়া বাংলাদেশ এরপর হারায় তাইজুল ইসলামকে। মাত্র তিন বল খেলে এক রান করার পর তাকেও প্যাভিলিয়নে পাঠান মুজারাবানি। পরপর তিন ‍উইকেটে বিদায়ের পর চাপে পরা বাংলাদেশ দলে হাল ধরেন জাকের ও হাসান মাহমুদ। দুজনে মিলে গড়েন ৩৫ রানের জুটি। জাকের তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। টেস্টে আট ইনিংসে এটি এই ব্যাটারের চার নম্বর অর্ধশতক। 

তবে হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১২ রান করেই ফিরেছেন সাজঘরে। হাসানের বিদায়ের পরের বলেই আউট হন খালেদ আহমেদ। এরপর শেষ উইকেটে দ্রুত রান তোলার চেষ্টা করেন জাকের। তবে তার সে চেষ্টা সফল হয়নি। মুজারাবানিকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির কাছে ধরা পড়েন এই ব্যাটার। তার ব্যাট থেকে এসেছে ৫৮ রান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর