সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-জিম্বাবুয়ের চতুর্থ দিনের খেলা শুরুতে বিলম্ব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ এএম

শেয়ার করুন:

বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-জিম্বাবুয়ের চতুর্থ দিনের খেলা শুরুতে বিলম্ব

সিলেট টেস্টের প্রথম দিনে অল্প সময়ের জন্য বাগড়া দিয়েছিল বৃষ্টি। তবে দ্বিতীয় দিনের খেলা হয়েছে নির্বিঘ্নে। তবে তৃতীয় দিনের সকালেই আবারও হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় সেশনে খেলা মাঠে গড়ালেও আলোক স্বল্পতায় তৃতীয় সেশনে বাইশ গজে গড়ায়নি। তাতে ১১২ রানের লিড নিয়ে শেষ হয় বাংলাদেশের খেলা। 

চতুর্থ দিন অর্থাৎ বুধবার খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। কিন্তু সকালে ঝড়ো বৃষ্টি কারণে খেলা শুরুর সময় পিছিয়েছে। সর্বশেষ খবরে বলা হয়েছে সকাল ১০টায় আম্পায়াররা পর্যবেক্ষণ করবেন। তার পরই জানা যাবে খেলা শুরুর সময়।


বিজ্ঞাপন


দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। 

দলীয় ৭৩ রানে ৬৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান জয়। তার বিদায়ের পর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। ৬৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ১৩৮ রানে ৮৪ বলে ৪৭ রান করে আউট হন মুমিনুল। এরপর ক্রিজে এসেই সাজঘরের পথ ধরেন মুশফিক। ২০ বলে মাত্র ৪ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর ক্রিজে আসা জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। দেখেশুনে খেলে ৮৪ বলে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর