জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় সেশনে খেলা গড়ালে লিড পায় বাংলাদেশ। যদিও হারিয়েছে চার ব্যাটারকে। তৃতীয় সেশনে কিছুটা সময় খেলা চলার পর দেখা দেয় আলোকস্বল্পতা। তাতে শেষ হয় দিনের খেলা। তৃতীয় দিন শেষে ১১২ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
বৃষ্টি বাধা পেরিয়ে মঙ্গলবার তৃতীয় দিন দুপুর একটায় গড়ায় খেলা। সন্ধ্যা ৬টা পর্যন্ত খেলা হওয়ার কথা ছিল। বিকেল ৪টা ৪০ মিনিটে আলোকস্বল্পতার কারণে খেলা থামিয়ে দেন দুই আম্পায়ার। যদিও সাড়ে তিনটার পর থেকে ফ্লাডলাইটের আলোতে চলছিল খেলা। ক্রিকেটাররা চলে যান ড্রেসিংরুমে। পরে আম্পায়ার ও ম্যাচ রেফারি অপেক্ষা করেন ২৩ মিনিট। আলোর উন্নতি না হওয়ায় দিনের খেলার শেষ ঘোষণা হয় সেখানেই।
বিজ্ঞাপন
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১ রানে থামে। জবাবে ৮০.২ ওভার ব্যাট করে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ৮২ রানের পিছিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় দিনের শেষ বেলায় ১ উইকেটে ৫৭ রান তোলে টাইগাররা। তৃতীয় দিনে ব্যাটে নেমে ৫৭ ওভার খেলে ৪ উইকেটে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ।
১১২ রানের লিড নিয়ে চতুর্থ দিন ব্যাটে নামবেন নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিক। শান্ত ৬০ রানে এবং জাকের ২১ রানে অপরাজিত আছেন।
বৃষ্টি বাধা কাটিয়ে তৃতীয় দিন নির্ধারিত সময়ের তিনঘণ্টা পর দুপুর একটায় খেলা শুরু হয়। দিনের ষষ্ঠ ওভারে মাহমুদুল হাসান জয় ফিরে যান। ৩৩ রান করেন এ ওপেনার। তৃতীয় উইকেটে শান্তকে নিয়ে ৬৫ রান যোগ করেন মুমিনুল। ১৩৮ রানে মুমিনুল ফিরে গেলে জুটি ভাঙে। ৪৭ রান করেন তিনি।
এরপর মুশফিকুর রহিম ব্যাটে নেমে আবারও হতাশ করেছেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪ রানে ফিরে গেছেন। মুশফিক ফেরার পর চা বিরতিতে যায় দুদল। বিরতির পর জাকের-শান্ত মিলে যোগ করেন ৩৯ রান। রোডেশিয়ানদের ব্লেসিং মুজারাবানি ৩ উইকেট ও ভিক্টর নিয়াউচি একটি উইকেট নিয়েছেন।

