কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তার জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছে। শেষ পর্যন্ত আনচেলত্তি রিয়াল না ছাড়ায় দরিভাল জুনিয়রকে কোচ বানায় ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের ভরাডুবির পর দরিভালকে বরখাস্ত করেছে সিবিএফ।
এরপর থেকে গুঞ্জন ছিল কার্লো আনচেলত্তি হতে পারেন দলটির কোচ। সে গুঞ্জন সত্যি হতে চলেছে এবার। এমনটাই জানায় স্প্যানিশ একাধিক সংবাদ মাধ্যম। জানা যায়, আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই বিদায় দিতে পারে রিয়াল।
বিজ্ঞাপন
স্পানিশ গণমাধ্যমের তথ্য অনুসারে, কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। সে ম্যাচে যদি রিয়াল হারে, তাহলে বরখাস্ত হতে পারেন আনচেলত্তি; এমনটায় গুঞ্জন রয়েছে। আর সে সময় আনচেলত্তির গন্তব্য হতে পারে ব্রাজিল।
এদিকে সম্প্রতি আনচেলত্তির সোজাসাপ্টা বার্তা, “ক্লাবের সঙ্গে আমার দারুণ বোঝাপড়া। কোনো দ্বন্দ্ব নেই,” বলেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। “যারা বলে দ্বন্দ্ব আছে, তারা ভুল বলছে। আমরা হারলে বরং প্রেসিডেন্ট আরও আন্তরিকতা দেখান।” তিনি আরও যোগ করেন, “চ্যাম্পিয়ন্স লিগ অবশ্যই মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে বাকি শিরোপাগুলোকেও ছোট করে দেখা ঠিক না।”
সমালোচনাই কষ্ট দিচ্ছে সবচেয়ে বেশি
তিনবারের ইউরোপসেরার কোচ আনচেলত্তির মতে, “যে ক্লাব গত দশকে প্রায় ৩০টা শিরোপা জিতেছে, তাকে নিয়ে সন্দেহ করা ঠিক না। খেলোয়াড়দের আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের কারণেই আমি গত কয়েক বছরে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি।”
আনচেলত্তির বর্তমান চুক্তি শেষ হবে ২০২৬ সালে। তবে তিনি জানিয়েছেন, মৌসুম শেষ হওয়ার পর ক্লাবের সঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। জুনে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ আছে, আলোচনাটা তার আগেই হবে, না পরে তা এখনো নিশ্চিত না।

