সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেট টেস্টে টাইগারদের হারানোর ‘ভালো সুযোগ’ দেখছেন বেনেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

সিলেট টেস্টে টাইগারদের হারানোর ‘ভালো সুযোগ’ দেখছেন বেনেট

সিলেট টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশকে ১৯১ রানে অল আউট করার পর ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডেযোগ করেছিল ৬৭ রান। তবে ব্যাট হাতে এমন পারফর্ম্যান্স দ্বিতীয় দিনে ধরে রাখতে পারে সফরকারীরা। তবুও অল আউট হওয়ার আগে স্বাগতিকদের বিপক্ষে তাদের লিড দাঁড়ায় ৮২ রানে।

এদিকে জিম্বাবুয়েকে ২৭৩ রানে আটকানোর পর দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে বাংলাদেশ আজ হারিয়েছে এক উইকেট। তবে স্কোরবোর্ডে ওঠেছে ৫৭ রান, স্বাগতিকরা পিছিয়ে এখনো আছে ২৫ রানে।


বিজ্ঞাপন


ম্যাচের এমন অবস্থায় টাইগারদের হারানোর সুযোগ দেখছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমাদের আগের দিনের শেষবেলার ব্যাটিং পারফরম্যান্স এবং বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে দেওয়ার পর আমার মনে হয়, খেলা এখন ভারসাম্যপূর্ণ অবস্থানে আছে।'

বাংলাদেশের এক উইকেট তুলে নেওয়ার পর তার দল এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, 'এদিন সন্ধ্যায় (সাদমান ইসলামের) উইকেট তুলে নেওয়ায় আমরা কিছুটা এগিয়ে আছি বলে মনে করছি। আগামীকাল একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।'

আগামীকাল জিম্বাবুয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পাবে জানিয়ে তিনি বলেন, 'এই খেলা জেতার দারুণ সুযোগ রয়েছে আমাদের। আমরা এখনও ২০-৩০ রানে এগিয়ে আছি। আমাদের বোলাররা আজ রাতে বিশ্রাম নেবে এবং আগামীকাল কঠোর লড়াই করার জন্য মাঠে ফিরবে। এই টেস্টে এখনও অনেক সময় বাকি আছে। তাই যে কোনো কিছুই ঘটতে পারে।'

পেসাররা এখনো পিচ থেকে সুবিধা পাচ্ছে জানিয়ে তিনি বলেন, 'এখন ব্যাট করা একটু সহজ হচ্ছে। এখনও কিছুটা টার্ন আছে উইকেটে। তবে পেসাররা গতকালের তুলনায় পিচ থেকে বেশি সুবিধা পাচ্ছে।'


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, 'বাংলাদেশের মাটিতে আমরা তেমন একটা টেস্ট জিততে পারি না। বর্তমানে আমরা যে ধরনের অবস্থানে আছি, সেকারণে আমাদের মনে হচ্ছে, আমাদের খুব ভালো সুযোগ আছে। স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের উপরই আমাদের আস্থা আছে।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর