পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাহত ইতালি। এর প্রভাব পড়েছে দেশটির শীর্ষ ফুটবল লিগেও। সোমবার নির্ধারিত সিরি ‘আ’র চারটি ম্যাচ স্থগিত করেছে লিগ কর্তৃপক্ষ।
ভ্যাটিকান সোমবার সকালে জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস। সম্প্রতি একাধিক সংক্রমণের কারণে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার ইস্টার উপলক্ষে ইতালিতে জাতীয় ছুটি থাকায় সিরি ‘আ’তে চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ম্যাচগুলো হলো—তোরিনো বনাম উদিনেজে, কাগলিয়ারি বনাম ফিওরেন্টিনা, জেনোয়া বনাম লাজিও এবং পার্মা বনাম জুভেন্টাস।
তবে পোপের মৃত্যুর খবরের পরই লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ম্যাচগুলো স্থগিত করার ঘোষণা দেয়। নতুন সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।
২০১৩ সালে পোপ হিসেবে দায়িত্ব নেন ফ্রান্সিস, তার আগের পোপ বেনেডিক্ট ষোড়শের স্থলাভিষিক্ত হন তিনি। আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই ধর্মগুরু ছোটবেলা থেকেই ফুটবলের ভক্ত ছিলেন। তিনি দেশটির ক্লাব সান লরেঞ্জোর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
পোপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিরি ‘আ’র একাধিক ক্লাব। এক বিবৃতিতে রোমা জানায়, “এটি শুধু আমাদের শহর নয়, গোটা বিশ্বের জন্যই এক গভীর শোক। তার বিশ্বাস, নম্রতা, সাহস আর নিষ্ঠা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আমাদের সময়ের এক অনন্য নৈতিক পথপ্রদর্শক ছিলেন তিনি।”
বিজ্ঞাপন
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবারের মাঠের লড়াই কিছু সময়ের জন্য থেমে থাকলেও, তার প্রভাব ও অবদান রয়ে যাবে কোটি মানুষের মনে।

