সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশের বাজে পারফর্ম্যান্স নিয়ে যা বললেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের বাজে পারফর্ম্যান্স নিয়ে যা বললেন সালাউদ্দিন

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরু হয়েছে আজ থেকে। প্রথম টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, এ সিরজ থেকেই নতুন ধরনের ক্রিকেট খেলা শুরু করবে লাল-সবুজের দল। তবে সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনেই আজ দেখা মিলেছে সেই পুরনো দলেরই।

আগে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরার চেষ্টা করেছিলেন অধিনায়ক শান্ত ও মমিনুল হক। তবে দুজনই ক্রিজে থিতু থয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। এরপর ব্যাটিং ধ্বসে শেষ পর্যন্ত টাইগারদের ইনিংস থামে ১৯১ রানে অল আউট হয়। শেষ বেলায় ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে কোনো উইকেট না হারিয়ে পেয়েছে ৬৭ রানের সংগ্রহ।


বিজ্ঞাপন


এদিকে প্রথম দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নতুন ধরনের ক্রিকেট দেখতে পাবেন দর্শকরা, অধিনায়কের এমন কথা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘ক্যাপ্টেন কী বলেছে সেটা আমি জানি না। তবে নতুন যেটা বললেন, আমি মনে করি ছেলেরা মানসিকভাবে নতুন অনেক কিছু চেষ্টা করেছে। নিজের উন্নতির ব্যাপারে তারা অনেক সচেতন। হয়তো আজ আমরা খারাপ খেলেছি। তার জন্য বলা যাবে না তারা চেষ্টা করছে না বা তাদের বড় হওয়ার ইচ্ছা নেই। এটা এখনই বলা যাবে না।'

এদিকে বাংলাদেশ দলের এমন পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে টাইগারদের এই কোচ বলেন, ‘আপনাদেরকে একটা কথা বলি। ধরেন, একটা দেশের অর্থনীতি খুব শক্তিশালী। তাহলে আপনি কি শুধু একটা সেক্টর দিয়েই শক্তিশালী হতে পারবেন।? আপনার ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, রাস্তাঘাট লাগবে ভালো, ভালো মানুষ লাগবে। সবকিছুই লাগবে।’

ক্রিকেটার ভালো করার চেষ্টা করছেন জানিয়ে সালাউদ্দিন আরও বলেন, ‘আমাকে যদি বলেন প্লেয়াররা ভালো করার চেষ্টা করছে না, এটা ভুল। কারণ আমি কাছে থেকে দেখছি। তাদের সেই চেষ্টা আছে। কিন্তু এটার সঙ্গে তো আনুষঙ্গিক অনেক ব্যাপার-স্যাপার থাকে। ভালো কোচ লাগবে, আমরা ভালো কোচিং করাই না। একাডেমিগুলোতে কী ফ্যাসিলিটিস আছে? একটা দেশের সামগ্রিক অর্থনীতি যেভাবে এগিয়ে যায়, ক্রিকেটও সেভাবে এগোয়। শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই।’

তিনি আরও বলেন, ‘শুধু অনুশীলন করে চেষ্টা করলেই হয় না। আরও অনেক কিছুই লাগে। যা আপনাদের সামনে আমি বলতে পারব না। উচিতও না বলা। দ্রুত ভালো করতে হবে। কারণ, একটা দেশের ক্রিকেট স্ট্রাকচার কেমন সেটা সে দেশের জাতীয় দল দেখলেই বোঝা যায়।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর