সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে ১ম ইনিংসে দুইশও করতে পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

জিম্বাবুয়ের বিপক্ষে ১ম ইনিংসে দুইশও করতে পারল না বাংলাদেশ

চলতি বছরে ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে আজ থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনের শুরুতেই দুই ওপেনার আউট হলেও শান্ত-মমিনুলরা মিলে হাল ধরার চেষ্টা করেছিলেন। তবে এ দুজন ইনিংস বড় করতে পারেনি। এরপর ব্যাটিং ধ্বসে দলীয় দুইশ রান করার আগেই থেমেছে বাংলাদেশের ইনিংস। 

১৪৬ রানে ৭ উইকেট হারানোর পর হাসান মাহমুদকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন জাকের আলী। এ দুজন মিলে স্কোরবোর্ডে তুলেছিলেন ৪১ রান। তবে ৩০ বলে ১৯ রান করে হাসান আউট হলে ভাঙে এ জুটি। এরপর জাকেরও দ্রুতই ফিরলে বাংলাদেশ শেষ পর্যন্ত থামে ১৯১ রানে। 


বিজ্ঞাপন


এর আগে দিনের শুরুতে আগে ব্যাট করতে বাংলাদেশের দুই ওপেনারও বড় সংগ্রহ এনে দিতে ব্যর্থ হন। দলীয় ৩২ রানের মধ্যেই সাজঘরে ফিরেন মাহমুদুল জয় ও শাদমান ইসলাম। এরপর মমিনুল-শান্ত মিলে গড়েছিলেন ৬৬ রানের জুটি। ক্রিজে থিতু হলেও শান্ত নিজের ইনিংস বড় করতে পারেননি। ৬৯ বলে ৪০ রান করে তিনি আউট হন। এদিকে মমিনুল ফিফটির দেখা পেলেও তিনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। 

১০৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন মমিনুল। এরপর মুশফিক-মিরাজরা দলের হাল ধরতে ব্যর্থ হলে বাংলাদেশের ইনিংস থামে শেষ পর্যন্ত ১৯১ রানে। 

এদিকে প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে দেখেশুনেই খেলছেন দুই রোডেশিয়ান ওপেনার। এ জুটিতে স্কোরবোর্ডে ওঠেছে ১০ রান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর