প্রিমিয়ার লিগ শিরোপা প্রায় নিশ্চিত করেই বসে আছে লিভারপুল। মাসের পর মাস ধরে টেবিলের শীর্ষে থাকা দলটি এবার হয়তো আজ রোববারই চূড়ান্তভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে যদি সব কিছু তাদের পক্ষে যায়।
২০২০ সালে ইয়ুর্গেন ক্লপের অধীনে একবার লিগ জিতেছিল লিভারপুল। এবার নতুন কোচ আর্নে স্লটের হাত ধরে আবারও শিরোপা আসতে চলেছে আনফিল্ডে, আর সেটা ডাচ কোচের প্রথম মৌসুমেই!
বিজ্ঞাপন
সরাসরি প্রতিদ্বন্দ্বী আর্সেনাল অনেক চেষ্টা করেও খুব একটা চাপ সৃষ্টি করতে পারেনি। তারা পয়েন্ট হারিয়েছে ব্রেন্টফোর্ড ও এভারটনের মতো দলের বিপক্ষেও। এখন চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার দিকেই বেশি মনোযোগ তাদের। তবে লিভারপুলের শিরোপা উদযাপনে একটু দেরি করাতে চায় গানাররা।
আজ প্রথমে মাঠে নামবে আর্সেনাল। প্রতিপক্ষ- অবনমন পথের ইপসউইচ। যদি ইপসউইচ চমক দেখিয়ে ম্যাচটা জিতে যায় তাহলে আর্সেনালের পয়েন্ট থাকবে ৩৩ ম্যাচে ৬৩। এরপর রাতে লিভারপুল যদি লেস্টারকে হারাতে পারে, তাহলে ৩৩ ম্যাচে অলরেডদের পয়েন্ট হবে ৭৯। এরপর লিগে গানাররা নিজেদের বাকি ৫ ম্যাচের সবকটি জিতলেও আর লিভারপুলকে ছুঁতে পারবে না। ফলে লিভারপুলের শিরোপা নির্ধারণ হয়ে যেতে পারে আজই।
ড্র করলেও বেঁচে যাবে আর্সেনাল, তখনও লিভারপুলকে অপেক্ষা করতে হবে। তবে লিভারপুলের শিরোপা জয় কেবল সময়ের ব্যাপার মাত্র। ২০২০ সালে যখন তারা শিরোপা জিতেছিল, তখন করোনার কারণে মাঠে দর্শকই ছিল না। এবার তাই পুরো আনফিল্ড একসঙ্গে গাইতে চায় ‘You’ll Never Walk Alone’।
তবে সব কিছু একপাশে রেখে লিভারপুল এখনো লেস্টার ম্যাচ নিয়েই ভাবছে বলে জানালেন কোচ স্লট। তিনি বলেন, "আমার মাথায় শিরোপা জয়ের কোনো চিন্তাই নেই। এখন শুধু লেস্টার ম্যাচের দিকেই নজর দিচ্ছি। কীভাবে আরও ভালো খেলা যায়, সেটা নিয়েই কাজ করছি।"
বিজ্ঞাপন
তিনি বলেন, "ওয়েস্ট হামের বিপক্ষে প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে অনেক কিছুই ভুল করেছি। তাই এই সপ্তাহে সেসব নিয়ে কাজ করেছি। এখন শুধু লেস্টারের ম্যাচ নিয়েই ভাবছি।"
রোববার রাতে কি তাহলে শিরোপা উদযাপনের উপলক্ষ হয়ে উঠবে আনফিল্ড? উত্তর দেবে ইপসউইচ বনাম আর্সেনাল ম্যাচটাই!

