সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এল ক্লাসিকো-চ্যাম্পিয়ন্স লিগ সেমির আগে বড় ধাক্কা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

এল ক্লাসিকো-চ্যাম্পিয়ন্স লিগ সেমির আগে বড় ধাক্কা বার্সেলোনার

বার্সেলোনার হয়ে সবশেষ ম্যাচে নায়ক হলেও, খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছে রবার্ট লেভানডোভস্কিকে। আর সেটা কোনো ট্যাকটিকাল বদলি নয়—পোলিশ তারকা সম্ভবত হ্যামস্ট্রিং ছিঁড়ে বসেছেন! শনিবার বিকেলে সেল্তা ভিগোর বিপক্ষে নাটকীয় ৪-৩ গোলের জয়ের ম্যাচে ৭৭তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।

মাঠ ছাড়ার সময় মুখে বলতে শোনা যায়, “আমি ভেঙে গেছি”—একটা কথাই যেন আতঙ্ক ছড়িয়ে দেয় বার্সা শিবিরে। কারণ সামনে দুটি বড় ম্যাচ—২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। চার দিন পরেই আবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে প্রথম লেগ।


বিজ্ঞাপন


চোট কতটা গুরুতর?

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর বরাতে জানা গেছে, লেভানডোভস্কির চোটটা হ্যামস্ট্রিং টিয়ারই হতে পারে। যদি সেটাই হয়, তাহলে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি। এ হিসাবে ১১ মে’র আগে ফেরার সম্ভাবনা নেই তার। আর ততদিনে বার্সেলোনা করে ফেলবে কোপা দেল রে ফাইনাল, এমনকি চ্যাম্পিয়নস লিগ সেমির দুই লেগও।

লেভানডোভস্কির অনুপস্থিতি মানে বড় ধাক্কা

এই মৌসুমে ৪৮ ম্যাচে ৪০ গোল ও ৩ অ্যাসিস্ট—এক কথায় ভয়ংকর ছন্দে ছিলেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। তাই তার না থাকা বার্সার জন্য বিশাল ক্ষতি। বিশেষ করে এমন এক সময় যখন দলটা টানা কঠিন ম্যাচ খেলছে এবং আরও কয়েকজন খেলোয়াড় চোটে ভুগছেন দানি ওলমো, আলেহান্দ্রো বালদেও এখন সেরে ওঠার চেষ্টায়।


বিজ্ঞাপন


সমাধান কি ফেরান তোরেস?

লেভানডোভস্কির অনুপস্থিতিতে স্ট্রাইকার পজিশনে দায়িত্ব পেতে পারেন ফেরান তোরেস। যদিও অনেকে বলছেন, বার্সার এই বিপর্যয়ের জন্য দায়ী কঠিন ম্যাচ সূচি। তবে আক্রমণে এখনো রয়েছে রাফিনিয়া আর লামিন ইয়ামালদের মতো প্রতিভাবান তরুণ। তাই এখন চ্যালেঞ্জতাড়াতাড়ি বিকল্প খুঁজে পাওয়া এবং বড় ম্যাচগুলোতে লড়াই করার প্রস্তুতি নেওয়া।

বার্সা ভক্তরা এখন একটাই প্রার্থনা করছেন, লেভার চোট যেন বেশি গুরুতর না হয়, আর অন্তত এল ক্লাসিকোতে ফিরে আসেন তাদের গোলমেশিন!

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর