সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড গড়া কে এই সূর্যবংশী?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড গড়া কে এই সূর্যবংশী?

মাত্র ১৪ বছর বয়সে আইপিএল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে চাপিয়ে তিনি হলেন টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক করা ক্রিকেটার—আর অভিষেকেই প্রথম বলেই হাঁকিয়েছেন ছক্কাও!

১৪ বছরের সূর্যবংশী মাত্র ২০ বলেই ঝড়ো ৩৪ রান করে চমকে দিয়েছেন ক্রিকেট দুনিয়াকে। হাঁকিয়েছেন তিনটি ছক্কা আর দুটি চার। তার ব্যাটিং ইনিংসটা যতটা বিস্ময়কর, ততটাই ঠান্ডা মাথার। ম্যাচে নেমেছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে, মাঠে নেমে প্রথম বলেই এক্সট্রা কাভারের উপর দিয়ে ছক্কা হাঁকান এই তরুণ তারকা!


বিজ্ঞাপন


কে এই বৈভব সূর্যবংশী?

২০০৯ সালে আইপিএল শুরু হলেও বৈভবের জন্ম ২০১১ সালে। অর্থাৎ তিনিই প্রথম আইপিএল ক্রিকেটার, যিনি টুর্নামেন্ট শুরুর পর জন্মেছেন। এই কিশোর প্রতিভা রাজস্থান রয়্যালস দলে ডাক পান মাত্র ১ কোটি ১০ লাখ রুপিতে। কিছুদিন আগেই ভারতের অনানুষ্ঠানিক অনূর্ধ্ব-১৯ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন তিনি। এরপর শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হাফসেঞ্চুরি করেছেন, আর ভারতের ঘরোয়া ওডিআই টুর্নামেন্টে বিহারের হয়ে খেলেছেন ৭১ রানের ইনিংস।

এছাড়া হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছে ১৩ বছর বয়সী এই ক্রিকেটার। বিহারের আন্তঃজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিলেন বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করেন ৪০০ রান। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে, এমন দাবিও নাকি করেন অনেকে। এমন পারফর্ম্যান্সের সুবাদেই নিলামে নাম ওঠে তার। 

রেকর্ড গড়ার দিনে মুগ্ধতা ছড়ালেন এই কিশোর
দলের নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসনের চোটের কারণে সূর্যবংশী সুযোগ পান মূল একাদশে। সুযোগটাকে হাতছাড়া করেননি তিনি। যশস্বী জয়সওয়ালের (৭৪) সঙ্গে গড়েন ৮৫ রানের জুটি। পরে অধিনায়ক রিয়ান পরাগ (৬২) রান তোলার গতি বাড়ান। তবুও নাটকীয়ভাবে ম্যাচটা হাতছাড়া হয় শেষ বলে, ৪ রান দরকার ছিল, রাজস্থান করতে পারে মাত্র ২ রান। ইনিংস থামে ১৭৮/৫ রানে।


বিজ্ঞাপন


লখনউ ব্যাট করতে নেমে শুরুতেই হারায় মিচেল মার্শ (৪), নিকোলাস পুরান (১১) আর অধিনায়ক ঋষভ পন্ত (৩)। এরপর আইডেন মার্করাম (৬৬) ও আয়ুশ বাদোনি (৫০) জুটি বেঁধে সামাল দেন বিপর্যয়। কিন্তু শেষ ওভারে আবদুল সামাদ ঝড় তোলেন—টানা চার ছক্কায় দলকে তোলে ১৮০ রানে।

এর আগে আইপিএলের সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল প্রয়াস রাই বর্মনের, ২০১৯ সালে ১৬ বছর ১৫৪ দিন বয়সে। আন্তর্জাতিক স্তরে আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেক করা ক্রিকেটার হলেন আফগানিস্তানের মুজিব উর রহমান, ১৭ বছর বয়সে ২০১৮ সালে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন।

১৪ বছরের বৈভব সূর্যবংশীর অভিষেক আর প্রথম বলেই ছক্কার গল্প এখন রূপকথার মতোই আর তাতে মুগ্ধ ক্রিকেটবিশ্ব! এখন দেখার বিষয়, এই কিশোর তার প্রতিভা নিয়ে কোথায় গিয়ে পৌঁছান!

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর