রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রাজস্থান ম্যাচ হারলেও ইতিহাসে সর্বকনিষ্ট ক্রিকেটার হিসেবে এই ম্যাচে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। প্রশ্নটা জেগেছিল সবার মনেই! মাত্র ১৪ বছর বয়সী এক তরুণ কীভাবে এত তারকা বাঘা বাঘা প্রতিপক্ষকে সামলাবেন। সেই বৈভব সূর্যবংশী মাঠে নামলেন, নেমেই গড়লেন ইতিহাস।
লখনউের বিপক্ষে খেলতে নেমে আইপিএলে অনন্য এক কীর্তিও গড়েছেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ ক্রিকেটার। আইপিএলে তার চেয়ে কম বয়সে এর আগে আর অভিষেক হয়নি কোনো ক্রিকেটারের। বৈভব ভেঙেছেন প্রয়াস রায় বর্মণের।
বিজ্ঞাপন
২০১৯ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিন বয়সে মাঠে নেমে রেকর্ড গড়েছিলেন এই ভারতীয় স্পিনার। এই তালিকায় প্রয়াসের পরেই আছেন আফগানিস্তানের মুজিবুর রহমান, তার অভিষেক হয়েছিল ১৭ বছর ১১ দিনে। এরপর আছেন রিয়ান পরাগ, অভিষেক হয়েছিল ১৭ বছর ১৫২ দিনে। প্রদীপ সাংওয়ানের অভিষেক হয়েছিল ১৭ বছর ১৭৯ দিনে, সরফরাজ খানের অভিষেক হয়েছিল ১৭ বছর ১৮২ দিনে।
রান তাড়া করতে নামা রাজস্থান ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন বৈভব। নিজের প্রথম বলেই এক্সট্রা কভারের ওপর দিয়ে মারেন দারুণ এক ছক্কা। শেষ পর্যন্ত ৩ ছক্কা ও ২ চারে ২০ বলে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অভিষেক রাঙিয়েছেন এই তরুণ ব্যাটার।
সবচেয়ে কম বয়সে আইপিএলে ছক্কা মারার কীর্তি গড়েছেন তিনি। তাতে ভেঙেছেন তার আইপিএল সতীর্থ রিয়ান পরাগের রেকর্ড। রাজস্থানের জার্সিতে পরাগ ছক্কা মেরেছিলেন ১৭ বছর ১৬১ দিনে। আর দশম ক্রিকেটার হিসেবে ছক্কা দিয়ে আইপিএল ক্যারিয়ার শুরুর রেকর্ড গড়েন সূর্যবংশী।
সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়ার রাতে আরেকটি মজার কীর্তি গড়েছেন বৈভব। আইপিএল চালু হওয়ার পর জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে মাঠে নামার রেকর্ড গড়লেন তিনি। বৈভবের জন্ম ২০১১ সালে, আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে।
বিজ্ঞাপন
অভিষেক ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছেন বৈভব। ড্রেসিংরুমে ফেরার সময় সূর্যবংশীর চোখের কোণায় দেখা গেছে অশ্রু। ধারাভাষ্যকক্ষে থাকা কার্তিক বলেন, ‘সবার প্রথম বলটা যেভাবে খেলল সে, আমার মনে হয়েছে তার (সূর্যবংশী) চোখে অশ্রু দেখা গেছে। সে কাঁদছিল।’

