রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর গুঞ্জন উঠেছে, দলটির কোচ কার্লো আনচেলত্তির সময় বুঝি শেষ। কিন্তু এসব জল্পনা উড়িয়ে দিয়ে ইতালিয়ান এই কোচ স্পষ্ট করলেন, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তাঁর কোনো ধরনের দ্বন্দ্ব নেই।
বুধবার কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে ৫-১ গোলে হেরে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে রিয়াল। এরপর থেকেই শুরু হয়েছে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা। তবে লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে তিনি জানিয়েছেন, ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট।
বিজ্ঞাপন
আনচেলত্তির সোজাসাপ্টা বার্তা
“ক্লাবের সঙ্গে আমার দারুণ বোঝাপড়া। কোনো দ্বন্দ্ব নেই,” বলেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। “যারা বলে দ্বন্দ্ব আছে, তারা ভুল বলছে। আমরা হারলে বরং প্রেসিডেন্ট আরও আন্তরিকতা দেখান।”
তিনি আরও যোগ করেন, “চ্যাম্পিয়ন্স লিগ অবশ্যই মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে বাকি শিরোপাগুলোকেও ছোট করে দেখা ঠিক না।”
সমালোচনাই কষ্ট দিচ্ছে সবচেয়ে বেশি
তিনবারের ইউরোপসেরার কোচ আনচেলত্তির মতে, “যে ক্লাব গত দশকে প্রায় ৩০টা শিরোপা জিতেছে, তাকে নিয়ে সন্দেহ করা ঠিক না। খেলোয়াড়দের আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের কারণেই আমি গত কয়েক বছরে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি।”
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমরা সবাই সম্মত যে যেসব শিরোপা এখনো জেতা সম্ভব, সেগুলোর জন্য আমাদের লড়াই করতে হবে।”
চুক্তি আছে এখনো ২০২৬ পর্যন্ত, সিদ্ধান্ত পরে
আনচেলত্তির বর্তমান চুক্তি শেষ হবে ২০২৬ সালে। তবে তিনি জানিয়েছেন, মৌসুম শেষ হওয়ার পর ক্লাবের সঙ্গে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। জুনে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ আছে, আলোচনাটা তার আগেই হবে, না পরে তা এখনো নিশ্চিত না।
ব্রাজিল দলের যোগ দেওয়া নিয়ে যা বললেন
আনচেলত্তির নাম শোনা যাচ্ছে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে। বিশেষ করে দরিভাল জুনিয়র বরখাস্ত হওয়ার পর। আর রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে তার নাম জুড়ে যাচ্ছে আরও বেশি। তবে এ ব্যাপারে সরাসরি কোনো জবাব দেননি তিনি। হ্যা না কোনো কিছু না জানিয়ে আনচেলত্তি বলেন, “আমি এখন কিছুই বলব না।”

