২০২২ সালের অক্টোবরে যখন আলোনসো লেভারকুজেনের দায়িত্ব নেন, দলটি তখন বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে। কিন্তু সেখান থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২০২৩-২৪ মৌসুমে একেবারে অপ্রতিরোধ্য লেভারকুজেনে পরিণত হয় ক্লাবটি । আর তা সম্অভব হয়েছে আলোনসোর কল্যাণে। তার অধীনে অপরাজিত থেকে ক্লাবটি জিতেছে বুন্দেসলিগা ও জার্মান কাপ।
এই দুর্দান্ত সাফল্যের পর থেকেই আলোচনায় আছেন সাবেক রিয়াল, লিভারপুল ও স্পেন মিডফিল্ডার। বিশেষ করে কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় রিয়ালের পরবর্তী কোচ হিসেবে সবচেয়ে আলোচিত নাম এখন আলোনসো।
বিজ্ঞাপন
তবে স্প্যানিশ এই কোচকে দলে টানতে বড় অর্থই খরচ করতে হবে রিয়ালকে। রিয়াল যদি আলোনসোকে তাদের নতুন কোচ হিসেবে দলে টানতে চায়, তাহলে লেভারকুজেনের সঙ্গে তার চুক্তি ভাঙতে গুনতে হতে পারে অন্তত ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো, এমনটাই দাবি করেছে ইউরোপের একাধিক গণমাধ্যম।
চুক্তি ভাঙতে বড় অঙ্কের অর্থ লাগবে
আলোনসোর বর্তমান চুক্তি ২০২৬ সাল পর্যন্ত, এবং এতে কোনো রিলিজ ক্লজ নেই, এমনটাই জানিয়েছেন লেভারকুজেনের স্পোর্টিং ডিরেক্টর সাইমন রলফেস। অর্থাৎ, আলোনসোকে ছাড়াতে রিয়ালকে লেভারকুজেনের অনুমতি নিতে হবে এবং সেইসঙ্গে দিতে হতে পারে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ।
স্প্যানিশ পত্রিকা এএস জানিয়েছে, লেভারকুজেন হয়তো ১০ মিলিয়ন ইউরোতেই (প্রায় ৯৩ কোটি টাকা) রাজি হতে পারে। তবে স্কাই জার্মানি-র তথ্য মতে, অর্থের পরিমাণ হতে পারে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো (প্রায় ১৪০ থেকে ১৮৬ কোটি টাকা) পর্যন্ত।
বিজ্ঞাপন
রিয়াল এই পরিমাণ অর্থ খরচ করলে আলোনসো হবেন লা লিগার ইতিহাসে সবচেয়ে দামি কোচ এবং ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ মূল্যের প্রধান কোচ। তালিকায় এখনো শীর্ষে আছেন জুলিয়ান নাগেলসম্যান (২১.৭ মিলিয়ন ইউরো), যাকে বায়ার্ন মিউনিখ দলে নিয়েছিল আরবি লিপজিগ থেকে।
আলোনসোর পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় এখনো
আলোনসোর এজেন্ট ইনাকি ইবানেজ ইতোমধ্যে রিয়ালের সঙ্গে আলোচনা করছেন বলে জানিয়েছে স্কাই স্পোর্টস। তবে এখনো কোনো চুক্তি হয়নি।
সব জল্পনার মাঝেও আলোনসো নিজে এসব গুজব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, "আমাদের জন্য রিয়াল মাদ্রিদের এই গুজব কোনো বিষয় নয়। আমরা পুরোপুরি বর্তমান মৌসুমে ফোকাস করছি। এখনো পাঁচটা ম্যাচ বাকি, সেগুলো জেতাটাই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ নিয়ে কথা বলাটা এখন ঠিক নয়, এতে মনোযোগ নষ্ট হয়।"
সাবেক রিয়াল মিডফিল্ডার হিসেবে আলোনসোর প্রতি ক্লাবটির আগ্রহ স্বাভাবিক। কিন্তু তাঁকে ফিরিয়ে আনতে হলে রিয়ালকে এবার কেবল আবেগ নয়, বড় অঙ্কের অর্থও খরচ করতে হতে পারে।

