চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদ ছিটকে গেছে। এরপর থেকেই কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ ঝুলছে। এরই মাঝে আবার আলোচনা লস ব্লাঙ্কোসদের নতুন কোচ নিয়ে। বায়ার লেভারকুজেনকে অবিশ্বাস্য সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া জাবি আলোনসোর নাম শোনা যাচ্ছে রিয়ালের পরবর্তী কোচ হিসেবে। তবে এই মুহূর্তে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা করতে রাজি নন তিনি।
৪৩ বছর বয়সী আলোনসো স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, “এখন ভবিষ্যৎ নিয়ে কথা বলার উপযুক্ত সময় নয়। মৌসুমের খুব গুরুত্বপূর্ণ এক পর্যায়ে রয়েছি আমরা।”
বিজ্ঞাপন
আলোনসোর লেভারকুজেন বর্তমানে বুন্দেসলিগা শিরোপার দৌড়ে শক্ত প্রতিযোগিতায় আছে। পাঁচ ম্যাচ বাকি থাকতে তারা শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের থেকে ছয় পয়েন্ট পেছনে।
গত মৌসুমেই আলোনসোর অধীনে দুর্দান্ত পারফর্ম করেছে লেভারকুজেন। তার প্রথম পূর্ণ মৌসুমেই দলটি বুন্দেসলিগা জিতেছে অপরাজিত থেকে, সাথে জিতেছে জার্মান কাপ। যদিও ইউরোপা লিগ ফাইনালে আটালান্তার বিপক্ষে হেরেছে ৩-০ গোলে, সেটিই ছিল মৌসুমের একমাত্র হার (৫৩ ম্যাচে)।
এই পারফরম্যান্সের পর থেকেই রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবগুলোর নজরে আছেন আলোনসো। তবে মার্চে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, লেভারকুজেনের সঙ্গে আলোচনার পর ক্লাবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
লেভারকুজেনের সিইও ফার্নান্দো কারোও জানিয়েছেন, আলোনসো ক্লাবের পরিবেশে ‘স্বস্তিতে’ আছেন এবং পরবর্তী মৌসুমের পরিকল্পনাও করছেন।
বিজ্ঞাপন
এদিকে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় ক্লাবটির নতুন কোচ নিয়ে গুঞ্জন উঠেছে। আলোনসোর পাশাপাশি সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের নামও শোনা যাচ্ছে। তবে ক্লপের প্রতিনিধি জানিয়েছেন, তিনি বর্তমানে রেড বুলের ‘হেড অব গ্লোবাল ফুটবল’ পদে দারুণ খুশি এবং কোচিংয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই।
বলে রাখা ভালো, জাবি আলোনসো ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন, জিতেছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ। এরপর বায়ার্ন মিউনিখে খেলেছেন তিন মৌসুম, ২০১৭ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন।
এরপর কোচিংয়ে নাম লেখান আলোনসো। রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৪ দল দিয়ে কোচিং শুরু, এরপর রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের দায়িত্ব পালন করেন তিনি। ২০২২ সালে লেভারকুজেনে যোগ দিয়ে মাত্র দেড় বছরের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইউরোপের সেরা তরুণ কোচদের একজন হিসেবে।
তবে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রস্তাব নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়ে আলোনসো জানিয়েছেন, "এ মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমান, গুঞ্জন নয়।"

