মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএলের মাঝপথে তারকা ক্রিকেটারকে দলে নিল চেন্নাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

আইপিএলের মাঝপথে তারকা ক্রিকেটারকে দলে নিল চেন্নাই

চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আসন্ন বড় ম্যাচের আগে একটি বড় চমক দিয়েছে। মহেন্দ্র সিং ধোনির দলে আসছেন দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ডেওয়াল্ড ব্রেভিস। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ব্রেভিস এবারের মৌসুমের বাকি অংশে এখন খেলবেন চেন্নাইয়ের হয়ে।

তিনি স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁহাতি মিডিয়াম পেসার গুরজপনিত সিংহের বদলে, যিনি চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন। এর আগে এই সপ্তাহেই চেন্নাই তাদের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াডের ইনজুরির বদলি হিসেবে ১৭ বছর বয়সী আয়ুষ মাত্রের নাম ঘোষণা করে। 


বিজ্ঞাপন


ব্রেভিস আইপিএলে মুম্বাইয়ের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ২৩ গড়ে ২৩০ রান। তিনি আইপিএলে তার প্রথম বলেই বিরাট কোহলিকে আউট করে নজর কেড়েছিলেন – যা এখনও পর্যন্ত তার একমাত্র উইকেট এই টুর্নামেন্টে।

ডানহাতি এই ব্যাটার সদ্য শেষ হওয়া এসএ২০ লিগে এমআই কেপ টাউনকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্রেভিস আইপিএল মেগা নিলামে ব্যাপক চাহিদা তৈরি করেন এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ৩ কোটি টাকায় দলে নেয়। তখন চেন্নাইও তাকে নিতে চেয়েছিল এবং ২.৮ কোটি টাকা পর্যন্ত বিড করেছিল। তবে অবাক করার মতোভাবে, ২০২৫ সালের আইপিএল মেগা নিলামে ব্রেভিস অবিক্রিত থেকে যান।

এবার সেই ব্রেভিসই ফিরলেন আইপিএলে – নতুন দলের জার্সিতে, নতুন লক্ষ্য নিয়ে। দক্ষিণ আফ্রিকার ব্রেভিস ক্রিকেটবিশ্বে ‘বেবি এবি’ নামে পরিচিত। কারণ তাঁর খেলার সঙ্গে প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের মিল রয়েছে। ডিভিলিয়ার্সের মতোই ঝোড়ো ক্রিকেট খেলার মানসিকতা রয়েছে ব্রেভিসের। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০৬ রান করেছিলেন। এক বিশ্বকাপে সেটাই সবচেয়ে বেশি রান। তরুণতম প্রোটিয়া ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে শতরান রয়েছে তাঁর। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে ৫২ বলে শতরান করেন। সেই ম্যাচে ১৬২ রান করেন, যা টি-টোয়েন্টিতে তাঁর সর্বোচ্চ স্কোর। নিজের দেশের লিগ ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, মেজর লিগ ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর