সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জন্মদিনের উপহার হিসেবে প্রথম ম্যাচে জয় চান টাইগারদের প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

জন্মদিনের উপহার হিসেবে প্রথম ম্যাচে জয় চান টাইগারদের প্রধান কোচ

চলতি বছরে নিজেদের প্রথম টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে লাল বলের ক্রিকেটের লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আগামী ২০ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টেস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কদিন আগেই বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন সিমন্স। নতুন চুক্তির পর জিবাবুয়ে সিরিজ দিয়েই কাজ শুরু করছেন ক্যারিবীয় এই কোচ। এদিকে অভিজ্ঞ এই কোচ সম্প্রতি নিজের জন্মমদিন পার করেছেন। ৬২ বছর পূর্ণ করা সিমন্স এখন আর জন্মদিন নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত না হলেও উপহার হিসেবে নিজের শিষ্যদের কাছে প্রথম টেস্টে জয়ই চান।


বিজ্ঞাপন


টাইগার ক্রিকেটাররা উপহার দিতে চাইলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ই উপহার হিসেবে চান সিমন্স। তিনি বলেন, ‘তারা যদি উপহার দিতে চায়, প্রথম ম্যাচটি জিতলেই হবে (হাসি)। আমার এটুকুতেই হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফেভারিট দলই বাংলাদেশই। সেই সঙ্গে ম্যাচ যখন হচ্ছে টাইগারদের ঘরের মাঠে, তখন চাপটাও একটু বেশিই থাকে। তবে সিমন্স জানালেন, সিরিজ নয়, তিনি ভাবছেন প্রথম ম্যাচ নিয়েই।

সিমন্স বলেন, ‘আমি হোয়াইটওয়াশের ব্যাপারে জানি না। একবারে একটি পদক্ষেপ নেওয়ার পক্ষে আমি। এখানে প্রথম টেস্ট হবে। এটি জিতলে আমরা পরের ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করব, সিরিজ জেতার কথা আলোচনা করব। প্রথম টেস্ট জেতার জন্য আমাদের প্রথম দিন জিততে হবে। আমি এভাবেই ভাবতে পছন্দ করি। এখনই চট্টগ্রাম নিয়ে ভাবতে পারব না। আপাতত সিলেট টেস্টে মনোযোগ দিতে হবে।’

১৪ এপ্রিল থেকে সিলেটে শুরু হয় জাতীয় দলের প্রস্তুতি। বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে প্রস্তুতি ভালো হয়েছে বলেই জানিয়েছেন সিমন্স। তিনি বলেন, ‘প্রস্তুতি বেশ ভালো হয়েছে। এখানকার ফ্যাসিলিটিজ আমার মনে হয় স্বপ্নের মতো। আপনি যা চান, তাই করতে পারবেন। হোটেলটা খুব দূরে নয়। আমরা অনেক কাজ করতে পেরেছি এই অল্প সময়েই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর